World's First COVID-19 Vaccine: বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের ঘোষণা রাশিয়ার, প্রথম টিকাগ্রহণ করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের উদ্বোধন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বে এটিই প্রথম করোনা ভ্যাকসিন। এই নথিভুক্তিকরণের ফলে শীঘ্রই এবার এই ভ্যাকসিনের গণ-উৎপাদনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রথম টিকাগ্রহণ করেছেন তাঁর এক মেয়ে।
মস্কো, ১১ অগস্ট: বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) উদ্বোধন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বিশ্বে এটিই প্রথম করোনা ভ্যাকসিন (First COVID-19 Vaccine)। এই নথিভুক্তিকরণের ফলে শীঘ্রই এবার এই ভ্যাকসিনের গণ-উৎপাদনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রথম টিকাগ্রহণ করেছেন তাঁর এক মেয়ে।
সফলতার সঙ্গে ভ্যাকসিনের উদ্বোধন করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুতিন জানিয়েছেন, "আজ সকালে বিশ্বের প্রথম দেশে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের নথিভুক্তিকরণ করা হল। " প্রথম টিকাটি তাঁর এক মেয়েকে দেওয়া হয়, সে ভাল আছে বলেও জানান তিনি। রুশ প্রেসিডেন্টের দাবি, এই ভ্যাকসিনটি সব মাপকাঠিতে সফলতার সঙ্গে উতরেছে। এই ভ্যাকসিনটি করোনাভাইরাসের মোকাবিলায় দীর্ঘমেয়াদী রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আরও পড়ুন, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, ভেন্টিলেশন সাপোর্টে প্রাক্তন রাষ্ট্রপতি
জানা গেছে, প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন পেশার সঙ্গে যুক্তদের এই টিকা দেওয়া হবে। তারপর সাধারণ মানুষের শরীরে এর প্রয়োগ করা হবে। গত ১৭ জুন ৭৬ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় প্রথমবার। তবে এই পরীক্ষার তিনটি পর্যায় রয়েছে, যা সেই থেকে চলছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেখানে ভ্যাকসিন গবেষণা চলছে তারই ডিরেক্টর অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার করবে এই টিকা৷