Rupert Murdoch: বয়স সংখ্যা মাত্র, ৯২-তে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক

রিপোর্টে প্রকাশ, ৬৭ বছরের এলেনা একজন মলিকিউলার বায়োলজিস্ট। গত বছর থেকে এলেনার সঙ্গে ডেট শুরু করেন মিডিয়া ব্যারন। রুপার্ট মার্ডকের তৃতীয় স্ত্রী উয়েন্ডি ডেংয়ের সূত্র ধরে এলেনার সঙ্গে মিডিয়া ব্যারনের পরিচয় হয়।

Rupert Murdoch (Photo Credit: Twitter)

ফের বিয়ের পিঁড়িতে রুপার্ট মার্ডক (Rupert Murdoch )। ৯২ বছরে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুপার্ট মার্ডক। এলেনা জুকোভার সঙ্গে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসছেন মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডক। ক্যালিফোর্নিয়ার ভিনিয়ার্ড এস্টেটে বসবে রুপার্ট মার্ডক এবং এলেনার বিয়ের আসর। ফক্স এবং নিউজ কর্প-এর চেয়ারম্যান পদ থেকে সরার পর এবার পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসছেন মার্ডক।

রিপোর্টে প্রকাশ, ৬৭ বছরের এলেনা একজন মলিকিউলার বায়োলজিস্ট। গত বছর থেকে এলেনার সঙ্গে ডেট শুরু করেন মিডিয়া ব্যারন। রুপার্ট মার্ডকের তৃতীয় স্ত্রী উয়েন্ডি ডেংয়ের সূত্র ধরে এলেনার সঙ্গে মিডিয়া ব্যারনের পরিচয় হয়। ২০২২ সালে রুপার্ট মার্ডকের সঙ্গে তাঁর চতুর্থবারের অভিনেত্রী স্ত্রী জেরি হলের বিচ্ছেদ হয়। জেরি হলের সঙ্গে বিচ্ছেদের পরই এবার এলেনার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন রুপার্ট মার্ডক।

রুপার্ট মার্ডকের ৪ স্ত্রী হলেন, অস্ট্রেলীয় বিমানের ক্রু প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ সাংবাদিক অ্যানা মান, মিস ডেং এবং মার্কিন মডেল অভিনেত্রী জেরি হল।