Man Death by Robot: সব্জির বাক্স ভেবে দক্ষিণ কোরিয়ায় আস্ত মানুষকে পিষে মারল রোবট
সব্জির বাস্ক এবং মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারলো না রোবট, পিষে মারল ব্যক্তিকে।
নয়াদিল্লি: অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর দেশ দক্ষিণ কোরিয়ায় আজব কাণ্ড। সব্জির বাস্ক এবং মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারলো না রোবট, পিষে মারল ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ গিয়ংসেন প্রদেশে। ঘটনার সময় ড্রিসটিবিউশন সেন্টার ফর এগ্রিকালচারাল প্রডিউসের ওই কর্মী রোবটের সেন্সর অপারেশন খুঁটিনাটি পরীক্ষা করে দেখছিলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে তার রবোটিক আর্ম বেল পেপারের বাক্স তুলতে এবং বসানোর কাজে ব্যবহারের সময় যান্ত্রিক ত্রুটির কারণে সব্জির বাক্স বেভে ওই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে কনভেয়র বেল্টে তাঁর মুখ এবং বুক চেপে ধরে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
খবরে প্রকাশ, গত ৬ নভেম্বর ইন্সপেকশনের সময় থাকলেও রোবটির সমস্যা থাকায় তা দুইদিন পিছিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনার পর মালিক সংস্থা ডংশিওন এক্সপোর্ট এগ্রিকালচারাল কমপ্লেক্সের এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের অধিনস্ত প্লান্টে সুরক্ষিত-নিরপদ সিস্টেম বসানো হবে। আরও পড়ুন: Brazilian Influencer Luana Andrade Dies: লিপোসাকশন সার্জারির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু লুয়ানা আন্দ্রাদের, শোকযাপন নেইমারের
এর আগে গত মে মাসে দক্ষিণ কোরিয়াতে একটি অটোমোবাইল পার্টস ম্যানুফাকচারিং প্লান্টে এরকমই একটি দুর্ঘটনা ঘটনা ঘটেছিল। রোবটের কারণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন।
উল্লেখ্য, আমেরিকায় ১৯৯২ থেকে ২০১৭ সালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রোবোটের কারণে ৪১ জন মারা গিয়েছেন। তথ্য আরও বলছে ৮৩% প্রাণঘাতী দুর্ঘটনা ষ্টেশনারি রোবটের রক্ষণাবেক্ষণের সময় হয়েছে।