Rihanna & Greta Thunberg Tweets on Farmers' Protest: কৃষক আন্দোলনের সমর্থনে টুইট হলিউড গায়িকা রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের, রিহানাকে 'নির্বোধ' বলে তোপ কঙ্গনা রানাওতের

কৃষক আন্দোলন নিয়ে টুইটে সরব হলেন হলিউড গায়িকা রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। কৃষক আন্দোলনের জেরে দিল্লি সীমান্তে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করেন গায়িকা রিহানা। প্রশ্ন তোলেন, 'কেন এবিষয়ে আমরা কথা বলছি না?' ২ ফেব্রুয়ারি রাতে তাঁর টুইটটি টুইটারের ট্রেন্ডিংয়ে পৌঁছে যায়। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও কাল টুইট করেন, 'আমরা ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি।'

গায়িকা রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Picture Source: twitter)

কৃষক আন্দোলন নিয়ে টুইটে সরব হলেন হলিউড গায়িকা রিহানা (Singer Rihanna) এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)। কৃষক আন্দোলনের (Farmers Protest) জেরে দিল্লি সীমান্তে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করেন গায়িকা রিহানা। প্রশ্ন তোলেন, 'কেন এবিষয়ে আমরা কথা বলছি না?' ২ ফেব্রুয়ারি রাতে তাঁর টুইটটি টুইটারের ট্রেন্ডিংয়ে পৌঁছে যায়। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও কাল টুইট করেন, 'আমরা ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি।'

এই টুইটের পরই পাল্টা টুইট করেন অভিনেত্রী কঙ্গনা রানাওত (Kangana Ranaut)। রিহানার টুইটটি রিটুইট করে লেখেন,'এ নিয়ে কেউ কথা বলছে না কারণ ওরা কেউ কৃষক নয়, ওরা জঙ্গি যারা ভারতকে ভাগ করতে চাইছে, যাতে চিন আমাদের এই শতধাবিভক্ত অসুরক্ষিত দেশ দখল করে নিতে পারে আর আমেরিকার মত ভারতকেও চিনা কলোনি বানাতে পারে। চুপচাপ থাক তুমি নির্বোধ, তোমাদের মত আমরা আমাদের দেশ বিক্রি করছি না।'  আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মিটলেই কার্যকর হতে পারে সিএএ, তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক

 

 

কৃষক আন্দোলনের সমর্থনে এর আগে টুইট করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁকেও কটাক্ষ করেছিল কেন্দ্র সরকার। প্রায় ২ মাস ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে দেশ, বিদেশ থেকে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, পড়তে হয়েছে কেন্দ্র সরকারের তোপের মুখে। কৃষক আন্দোলনের বিরোধিতা করে নিয়মিত টুইট করে চলেছেন কঙ্গনা রানাওত।

রিহানা এবং গ্রেটা থুনবার্গের টুইটটি এবং কঙ্গনার পাল্টা টুইটটি নিয়ে মুখ খোলেন নেটিজেনরা। দুনিয়ার নানা প্রান্ত থেকে কৃষকদের সমর্থন আসলেও কেন্দ্র সরকার কেন এবিষয়ে নিয়ে রফাসূত্র দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর মিছিলের পর আন্দোলন আরও তীব্র হয়ে পড়ে। আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে জাতীয় এবং রাজ্য সড়কগুলি অবরোধ করে 'চাক্কা জ্যাম'-র ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।