Maldives: মুইজুর নির্দেশের পর মালদ্বীপ থেকে সেনা সরাচ্ছে ভারত, রিপোর্ট
মলদ্বীপের সংবাদমাধ্যম মিহারুর খবর অনুযায়ী, মুইজুর নির্দেশের পর দ্বীপরাষ্ট্র থেকে ভারতের সেনা বাহিনীর ২৫টি দলকে সরানো হয়েছে। যদিও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর বিষয়ে দুই দেশের সরকারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
দিল্লি, ১২ মার্চ: ভারতীয় সেনা সরানো হচ্ছে মালদ্বীপ থেকে। মালদ্বীপের ( Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর নির্দেশের পরই এবার দ্বীপরাষ্ট্র থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। মঙ্গলবার মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। মলদ্বীপের সংবাদমাধ্যম মিহারুর খবর অনুযায়ী, মুইজুর নির্দেশের পর দ্বীপরাষ্ট্র থেকে ভারতের (India) সেনা বাহিনীর ২৫টি দলকে সরানো হয়েছে। যদিও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর বিষয়ে দুই দেশের সরকারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: India-Maldives Row: ভারত, মালদ্বীপ ইস্যুতে সমাধান খোঁজার চেষ্টা চলছে, জানাল বিদেশ মন্ত্রক
চলতি বছরের জানুয়ারিতে মুইজু নির্দেশ দেন, ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে মোতায়েন সমস্ত ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহার করতে হবে। তখন থেকেই শুরু হয় জল্পনা। মুইজুর নির্দেশের পর ভারত এবং মালদ্বীপের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বিষয়টি নিয়ে।