Indian Passengers: ফ্রান্স বিমানবন্দরে নামানো ৩০৩ ভারতীয় যাত্রীকে রওনা করানোর প্রস্তুতি, রিপোর্ট

রোমের একটি চার্টার কোম্পানির বিমানে করে ওই যাত্রীদের নিকারাগুয়ার দিকে রওনা করানো হয়। ১৫০ কিলোমিটার পূর্ব থেকে ওই যাত্রীদর ফ্রান্স বিমানবন্দরে নামানো হয়। ফ্রান্স বিমানবন্দরে ওই যাত্রীদের নামানোর পর তাঁদের বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।

France Airport (Photo Credit: Twitter)

নিকারাগুয়ার (Nicaragua) দিকে রওনা হওয়ার পর একটি বিমানের ৩০৩ জন যাত্রীকে ফ্রান্স (France)  বিমানবন্দরে (Airport) নামানো হয়। ওই ৩০৩ জন যাত্রীকে পাচার করা হচ্ছে, এই সন্দেহ থেকেই তাঁদের ফ্রান্সের বিমানবন্দরে নামানো হয়। সন্দেহ হওয়ায় ওই যাত্রীদের নামানোর পর, সোমবার ফের বিমানবন্দরে থেকে তাঁদের রওনা করানো হচ্ছে বলে খবর। তবে ওই যাত্রীরা কোথায় যাবেন, সে বিষয়ে এখনও কোনও সুষ্পষ্ট ধারনা মেলেনি। তবে ওই বিমানটি ভারতের দিকেও রওনা দিতে পারে। অথবা দুবাইতেও যেতে পারে বলে খবর।

প্রসঙ্গত নিকারাগুয়ার দিকে রওনা দেওয়া ওই বিমানের যে ৩০৩ যাত্রীকে ফ্রান্সের বিমানবন্দরে নামানো হয়, তাঁদের সেখানে পরপর ৩ দিন রাখা হয়।

রোমের একটি চার্টার কোম্পানির বিমানে করে ওই যাত্রীদের নিকারাগুয়ার দিকে রওনা করানো হয়। ১৫০ কিলোমিটার পূর্ব থেকে ওই যাত্রীদর ফ্রান্স বিমানবন্দরে নামানো হয়। ফ্রান্স বিমানবন্দরে ওই যাত্রীদের নামানোর পর তাঁদের বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ওই বিমানটিকে সোমবার ফের ফ্রান্স বিমানবন্দর থেকে রওনা করানো হচ্ছে বলে খবর।