IPL Auction 2025 Live

India-China Border Dispute: সীমান্ত সমস্যা নিয়ে চিন-ভারত ইতিবাচক ঐক্যমত্যে পৌঁছেছে: বেইজিং

কূটনীতিক এবং সামরিক কর্তাদের মধ্যে আলোচনার পর ভারত (India) ও চিন (China) সীমান্ত পরিস্থিতি আরও ভালো করার চেষ্টা করছে। আজ জানিয়েছে বেইজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনাইং (Chinese foreign ministry spokesperson Hua Chunying) আজ এই মন্তব্য করেছেন। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনার সংখ্যা কমানোর বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি।

Indian & Chinese Troops | Representational Image | (Photo Cr .. Read more at: https://www.latestly.com/world/china-india-reach-positive-consensus-over-easing-of-situation-along-border-beijing-1813530.html

বেইজিং, ১০ জুন: কূটনীতিক এবং সামরিক কর্তাদের মধ্যে আলোচনার পর ভারত (India) ও চিন (China) সীমান্ত পরিস্থিতি আরও ভালো করার চেষ্টা করছে। আজ জানিয়েছে বেইজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনাইং (Chinese foreign ministry spokesperson Hua Chunying) আজ এই মন্তব্য করেছেন। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনার সংখ্যা কমানোর বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি।

উভয় পক্ষের সেনাবাহিনীর তাদের পূর্ব অবস্থানে ফিরে যাওয়ার রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে হুয়া জনান যে উভয় পক্ষই সীমান্তের পরিস্থিতি স্বাচ্ছন্দ্যের জন্য পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, "সম্প্রতি চিন ও ভারতের কূটনৈতিক এবং সামরিক চ্যানেলগুলি সীমান্ত পরিস্থিতি নিয়ে যোগাযোগ করেছে এবং ইতিবাচক ঐক্যমত্য পৌঁছেছে।" তাঁর আরও যোগ, "সীমান্তের পরিস্থিতি ভালো করতে উভয় পক্ষই এই ঐক্যমত্য অনুসরণ করছে।" গত সপ্তাহেই চিনা বিদেশমন্ত্রক বলেছিল যে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য। আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টার্ন ধর্মের মেয়েকে অপহরণ

৬ জুন দু’দেশের মধ্যে হওয়ায় মেজর জেনারেল স্তরের বৈঠকের পর গালওয়ান এলাকা, পেট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ ও হট স্প্রিং এলাকায় সংঘর্ষের কেন্দ্র থেকে আড়াই কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনা সেনাবাহিনী। ওই সব এলাকা থেকে ফৌজ সরিয়েছে ভারতও। ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।