Earthquake in Pakistan: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.২
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি শহর।
করাচি: বুধবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পাকিস্তানের করাচি (Karachi) শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.২। সূত্রে খবর, লোকজন তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে আসেন। আরও পড়ুন: Kenya Flood: কেনিয়ায় বন্যায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যু, জলের তলায় রাজধানী নাইরোবি (দেখুন ভিডিও)
আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, ভূমিকম্প ১২ কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়েছিল। সূত্রে খবর, বিশেষত কায়েদাবাদ, মালির, গাদাপ এবং সাদি শহর এলাকায় কম্পন অনুভূত হয়, বাসিন্দারা তাদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছিলেন। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। বাহরিয়া টাউনের বাড়ির দেওয়ালে ফাটল দেখা যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।উল্লেখ্য, গত বছর ১৬ অক্টোবর করাচির বিভিন্ন এলাকা ৩.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।