Russia Crisis: পুতিনের দেশে সামরিক বিদ্রোহ! ইউক্রেনের মাঝে দেশের মধ্যে যুদ্ধ শুরু রাশিয়ায়

আধা সামরিক বাহিনী বা প্যারা মিলিটারি বাহিনী ওয়াগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে আক্রমণ করল রাশিয়ান সেনার সদর দফতরে।

Vladimir Putin (Photo Credit: Instagram)

দেশের মধ্যে দুই সেনা বাহিনীর বিদ্রোহে চরম সঙ্কটে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে, রাশিয়া ভেঙে পড়ছে। আধা সামরিক বাহিনী বা প্যারা মিলিটারি বাহিনী 'ওয়াগনার গ্রুপ' বিদ্রোহ ঘোষণা করে আক্রমণ করল রাশিয়ান সেনার সদর দফতরে। পাল্টা সেন্ট পিটার্সবার্গে ওয়াগনর গ্রুপের সদর দফতর দখল করল রুশ সেনা। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সেনাদের মধ্যে যুদ্ধে চরম সঙ্কটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্যারা মিলিটারি সংস্থা ওয়াগনার গ্রুপ রুস্তভে সেখানকার সেনার সদর কার্যালয় দখল করে নিল। রুশ সেনা এখন ওয়াগনর গ্রুপের দখলে। ওয়াগনর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ মিথ্যার ওপর দাঁড়িয়ে লড়ছে রাশিয়া। মুখে সরাসরি না বললেও প্রিগোঝিন রাশিয়ায় সামরিক বিদ্রোহ ঘোষণা করেছেন। যেমনটা হয়ে থাকে পাকিস্তানে। ওয়াগনর গ্রুপের দাবি এটা সামরিক বিদ্রোহ নয়। এটি হল প্রত্যেক রাশিয়ানের ন্যায় বিচারের জন্য অভিযান।

বাস্তব হল দেশের সেনা, প্রধান প্রশাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইউক্রেন সীমান্ত পাড় করে এগিয়ে চলেছে ওয়াগনর গ্রুপের বাহিনী। প্রিগোঝিন সাফ বলেছেন, তাদের যারাই রুখতে আসবে গুঁড়িয়ে ফেলা হবে। প্রিগোঝিমের অভিযোগ, রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী তাদের সৈন্যদের ওপর রকেটে হামলার নির্দেশ দিয়েছিলেন। রুশ সেনার হামলায় ওয়াগনর গ্রুপের ২ হাজার সৈন্য মারা গিয়েছে বলেও তিনি দাবি করেন। প্রিগোঝিন বলছেন, রুশ সেনার শয়তানদের আমরা ছাড়ব না। বহু রাশিয়ান আমাদের দিকে তাকিয়ে।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

তবে এখনও পর্যন্ত রাশিয়া থেকে বড় কোনও হামলার খবর নেই। মস্কোর পরিস্থিতি থমথমে বলে দাবি। সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও সময় ওয়াগনর গ্রুপ মস্কোয় বড় হামলা করতে পারে বলে আশঙ্কায় রাশিয়ান সরকারী টেলিভিশনে খবরের বিশেষ বুলেটিন সম্প্রচার করা হচ্ছে। ক্রেমলিনে পুতিন পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানা গিয়েছে। রাশিয়ায় সব ধরনের সরকারী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।



@endif