Pakistan: সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঠিক করুন, কমিশনকে বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

নির্বাচন কমিশনকে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কথা বললেন পাকিস্তানের প্রেসিডন্ট আরিফ আলভি(Pakistan President Arif Alvi)।

Pakistan President Arif Alvi (Photo Credits: Instagra)

ইসলামাবাদ, ৬ এপ্রিল:  নির্বাচন কমিশনকে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কথা বললেন পাকিস্তানের প্রেসিডন্ট আরিফ আলভি(Pakistan President Arif Alvi)। জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই  মর্মে প্রেসিডেন্টের সেক্রেটারির তরফে  মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২২-এর একটি চিঠি ইতিমধ্যে পাকিস্তানের নিরিবাচন কমিশনকে পাঠানো হয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলের নেতা শেহবাজ শরীফকেও চিঠি লিখেছেন প্রেসিডেন্ট। উদ্দেশ্য, যতক্ষণ না সাধারণ নির্বাচন সংঘটিত হচ্ছে ততক্ষণ  প্রধানমন্ত্রীর পদে কাজ চালিয়ে নেওয়ার জন্য একজনের নাম প্রস্তাব করা। এর উত্তরে ইমরান খানের দল পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম মনোনীত করেছেন। কিন্তু শেহবাজ শরীফের দল অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে এখনই মুখ খুলতে নারাজ।