Prince Charles Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস

করোনাভাইরাসের থাবা এবার ব্রিটেনের রাজ পরিবারের অন্দরমহলে। করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রিন্স চার্লস। রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা বয়েছে, চার্লসের খুব সামান্য কিছু লক্ষণ দেখা গিয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

যুবরাজ চার্লস (Photo Credit: Getty Images)

লন্ডন, ২৫ মার্চ: করোনাভাইরাসের থাবা এবার  ব্রিটেনের রাজ পরিবারের অন্দরমহলে। করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রিন্স চার্লস। রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, চার্লসের খুব সামান্য কিছু লক্ষণ দেখা গিয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স অব ওয়েলস-এর করোনভাইরাস ধরা পড়েছে। তার শরীরে এ ভাইরাসে সামান্য লক্ষণ দেখা গেছে। তবে এর বাইরে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো। গত কয়েকদিন ধরে তিনি যথারীতি বাড়ি থেকে কাজ করছেন।

প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামেলিয়া পার্কার-রও পরীক্ষা করা হয়েছে। তার শরীরে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। তবে স্কটল্যান্ডের বাড়িতে স্বামী-স্ত্রী উভয়েই সেল্প আইসোলেশনে রয়েছেন।