Pakistan Shocker: দারিদ্রতা সহ্য করতে না পেরে স্ত্রী সহ সাত সন্তানকে হত্যা, গ্রেফতার অভিযুক্ত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ শীর্ষ কর্মকর্তাদের কাছে ঘটনার প্রতিবেদন চেয়েছেন।

প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: পাকিস্তানের মুজাফফরগড়ে (Muzaffargarh) এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং সাত সন্তানকে হত্যা করেছে। সূত্রে খবর, সংসারের অভাব সহ্য করতে না পেরে অভিযুক্ত এই পদক্ষেপ বেঁছে নেন। পুলিশ সূত্রে খবর, পেশায় শ্রমিক সাজ্জাদ খোহর লাহোর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মুজাফফরগড়ের আলিপুরের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার তাঁর ৪২ বছর বয়সী স্ত্রী কাউসার এবং আট মাস থেকে ১০ বছর বয়সী চার মেয়ে এবং তিন ছেলে সহ সাত সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Israeli airstrike in Gaza: গাজায় ফের ইজরায়েলের এয়ার স্ট্রাইক! মৃত ২৯ জন সাধারণ নাগরিক 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এই ঘটনার শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছেন এবং শিশুদের হত্যার জন্য শোক প্রকাশ করেছেন



@endif