Brampton Temple Attack: ব্রাম্পটনে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক, তদন্ত জারি রেখেছে পুলিশ

চলতি মাসেই কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে তাণ্ডব চালিয়েছিল একদল খালিস্তানিপন্থীরা। পিল অঞ্চলের ব্রাম্পটনে গোরে রোড এলাকায় অবস্থিত হিন্দুসভার মন্দিরে ৩ নভেম্বর ঘটনাটি ঘটেছিল।

চলতি মাসেই কানাডার ব্রাম্পটনে (Brampton) একটি হিন্দু মন্দিরে তাণ্ডব চালিয়েছিল একদল খালিস্তানিপন্থীরা। পিল অঞ্চলের ব্রাম্পটনে গোরে রোড এলাকায় অবস্থিত হিন্দুসভার মন্দিরে ৩ নভেম্বর ঘটনাটি ঘটেছিল। তারপর এই ঘটনার তদন্তে নেমে এক পুলিশকর্মীকে সাসপেন্ড সহ চারজনকে গ্রেফতার করেছিল কানাডা পুলিশ। শনিবার এই ঘটনায় জড়িত আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। পুলিশ আপাতত ওই ভিডিয়ো দেখেই হামলাকারীদের সনাক্ত করছে বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম ইন্দ্রজিত গোসাল (৩৫)।

প্রসঙ্গত গত ৩ নভেম্বর দিওয়ালির আবহে ব্রাম্পটনের ওই হিন্দু মন্দিরের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানীরা। মন্দির কর্তৃপক্ষ থামাতে গেলে তাঁদের ওপর চড়াও হয় প্রতিবাদীরা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রতিবাদে আবার যুক্ত ছিলেন স্থানীয় থানার এক পুলিশকর্মী। ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে এই প্রতিবাদের সামিল হয়েছিলেন। ঘটনায় তাঁর নাম সামনে আসতেই সাসপেন্ড করা হয় তাঁকে।