PM Narendra Modi In Paris Video: প্যারিসে মোদীকে স্বাগত ফ্রান্সের প্রধানমন্ত্রীর, 'ভারত মাতা কী জয়' স্লোগান প্রবাসী ভারতীয়দের, দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যারিস সফর উপলক্ষে সেখানকার প্রবাসী ভারতীয়রা আনন্দে আপ্লুত। এমনকী প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছনোর আগে ভারতীয় পতাকা হাতে নিয়ে প্রবাসীদের 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' বলেও স্লোগান দিতে দেখা যায়।

PM Modi In Paris (Photo Credit: Twitter)

প্যারিস, ১৩ জুলাই: ফ্রান্সের (France) রাজধানী প্যারিসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওরলি বিমানবন্দরে বৃহস্পতিবার পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। এরপর বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানানো হয়। ওরলি বিমানবন্দরে হাজির হন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এরপর ওরলি বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যারিস সফর উপলক্ষে সেখানকার প্রবাসী ভারতীয়রা আনন্দে আপ্লুত। এমনকী প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছনোর আগে ভারতীয় পতাকা হাতে নিয়ে প্রবাসীদের 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' বলেও স্লোগান দিতে দেখা যায়। এরপর প্রধানমন্ত্রী মোদী প্যারিসে পৌঁছনোর পর 'ভারত মাতা কী জয়' বলেও স্লোগান দেন ভারতীয়রা। পাশাপাশি বন্দে মাতরম বলেও স্লোগান দিতে শুরু করেন প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে।

 

দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে কীভাবে আপ্লুত ফ্রান্সের প্রাবসী ভারতীয়রা...