Narendra Modi In US: প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর, গাজায় শান্তি ফেরানো নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর অফিসের তরফে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করা হয় এক্স-এ। যেখানে প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানানো হয়। সেই সঙ্গে গাজায় যাতে শান্ত, সুস্থিতি ফিরে আসে, সে বিষয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লি, ২৩ সেপ্টেম্বর: প্যালেস্তাইনের (Palestine) প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। গাজায় (Gaza) যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে প্যালেস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেন। গাজায় যাতে শান্তি এবং সুস্থিতি ফিরে আসে, সে বিষয়ে প্যালস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনা করতে দেখা যায়।
প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...
প্রধানমন্ত্রীর অফিসের তরফে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করা হয় এক্স-এ। যেখানে প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানানো হয়। সেই সঙ্গে গাজায় যাতে শান্ত, সুস্থিতি ফিরে আসে, সে বিষয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমানে নিউ ইয়র্কে (US) রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের (UN) জেনারেল অ্যাসেম্বলির বৈঠকের জন্যই অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীও সেখানে হাজির হন।