PM Narendra Modi: মোদীকে নিয়ে আমেরিকায় উচ্ছ্বাস, রাতে Quad সম্মেলনে প্রধানমন্ত্রী, বন্ধু নমোকে ঘরে স্বাগত জানালেন বাইডেন
Quad সম্মেলনে যোগ দিতে আজ, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।
Quad সম্মেলনে যোগ দিতে আজ, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিন দিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এদিন ফিলেডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা। প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরের বাইরে আসতেই তাঁকে ঘিরে ধরে উচ্ছ্বাস দেখান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা।
এক্স প্ল্যাটফর্মে কোয়াদ সম্মেলনে (Quad Summit) যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানিয়ে টুইট করলেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন লিখলেন, " আলবানিজ, মোদী এবং কিশিদাকে আমার বাড়িতে স্বাগত জানাই। এই রাষ্ট্রেনাতারা শুধু ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নেতা তাই নয়, ওরা আমার বন্ধু ও আমাদের দেশের বন্ধু। সফলভাবে সম্মেলন সম্পন্ন করার দিকে তাকিয়ে আছি।"
মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী মোদী
আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান-কে নিয়ে আজ, শনিবার রাতে (ভারতীয় সময়) ডেলওয়ারে হতে চলেছে কোয়াদ সম্মেলন। ইউক্রেনের যুদ্ধ থেকে প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই, সামুদ্রিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, বানিজ্যিক চুক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারের Quad সম্মেলনে আলোচনা হবে। আগামী বছর Quad সম্মেলনের আয়োজন করবে ভারত।
প্রেসিডেন্ট হিসেবে এটাই শেষ আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে জো বাইডেনের। বয়সজনিত কারণে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। বাইডেনের উত্তরসূরি খুঁজতে আগামী নভেম্বরেই কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন।