PM Narendra Modi: জাপানে পৌঁছালেন মোদী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হিরোশিমার হোটেলের বাইরে জড়ো ভারতীয় প্রবাসীরা

বাচ্চা থেকে বুড়ো ভারতীয় প্রতিনিধি হিসাবে তাঁদের প্রত্যকের হাতে ছিল জাতীয় পতাকা।

PM Narendra Modi arrives in Hiroshima for G7 Summit (Photo Credits: ANI)

শুক্রবার সকালেই জাপানের (Japan) হিরোশিমার (Hiroshima) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিল্লি (Delhi) থেকে বিশেষ বিমানে চেপে যাত্রা করেন মোদী। বিকেলের মুখে জাপানে অবতারণ করে প্রধানমন্ত্রীর বিমান। হিরোশিমায় চলছে জি৭ সম্মেলন (G7 Summit 2023)। আর সেই জি ৭-এ যোগ দেওয়ার জন্যেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida) আমন্ত্রণ পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

হিরোশিমা পৌঁছালেন মোদী... 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্যে হিরোশিমার শেরাটন হোটেলের বাইরে ভারতীয় প্রবাসীরা জড়ো হয়েছিলেন। বাচ্চা থেকে বুড়ো ভারতীয় প্রতিনিধি হিসাবে তাঁদের প্রত্যকের হাতে ছিল জাতীয় পতাকা।

মোদীকে স্বাগত জানাতে হোটেলের বাইরে অপেক্ষারত ভারতীয় প্রবাসী... 

উল্লেখ্য, ভারত জি৭-এর (G7 Summit) অন্তর্ভুক্ত দেশ নয়। জি ৭-এ রয়েছে আমেরিকা, জাপান, জার্মানি, ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও ইতালি। জি ৭-এ সামিল হওয়ার জন্যে মোদীকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।