PM Narendra Modi: অসময়ে পাশে দাঁড়ানোর স্বীকৃতি, মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিতে চায় ডমিনিকা
ডমিনিকাকে ৭০,০০০ ডোজ় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করে ভারত, এও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
নয়াদিল্লিঃ ডমিনিকার(Dominica) সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Naremdra Modi)। আজ, বৃহস্পতিবার মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদানের কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। কোভিড ১৯(Covid 19)-এর সময় ডমিনিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন মোদী। অসময়ে সেই সাহায্যের জন্যই মোদীকে এই স্বীকৃতি দেওয়ার কথা স্থির করেছে ডমিনিকা। আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়া-CARICOM (Caribbean Community) সম্মেলন। ডমিনিকার প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুয়ানার জর্জটাউনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মোদীর হাতে এই সম্মান তুলে দিতে চান ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতিতে ডমিনিকাকে ভীষণভাবে সাহায্য করেছে মোদী। অসময়ে মোদীর পাশে থাকা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে। ডমিনিকাকে ৭০,০০০ ডোজ় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করে ভারত, এও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। শুধু তাই নয়, ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সর্বস্তরের উন্নতিতে ভরসা জোগাচ্ছে ভারত। তাই এই সাহায্যের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করতে চায় ডমিনিকা।
অসময়ে পাশে দাঁড়ানোর স্বীকৃতি, মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিচ্ছে ডমিনিকা