PM Modi's US Visit: আমেরিকানরাও নাটু নাটুর ধুনে নাচছেন, হোয়াইট হাউসের ডিনারের পর বাইডেনকে পাশে নিয়ে বললেন মোদী
দিল্লি, ২৩ জুন: মার্কিন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার স্পাইডারম্যানের কথা যেমন তুলে ধরলেন, তেমনি নাটু নাটুর কথাও শোনা যায় তাঁর মুখে। অস্কার-জয়ী ছবি এস এস রাজামৌলির আর আর আর এর প্রসঙ্গ তুলে মোদী বলেন, আমেরিকার মানুষও বর্তমানে নাটু নাটুর ধুনে নাচছেন। বর্তমানে প্রত্যেকটি দিন এমনভাবে কাটছে যখন আমেরিকান এবং ভারতীয়রা একে অপরকে আরও ভালভাবে জানছে, বুঝছে। হ্যলোউইন উৎসবে ভারতের ছোটরা স্পাইডারম্যান সেজে ঘুরে বেড়াচ্ছে। তেমনি আমেরিকার যুব সমাজও নাটু নাটুর ধুনে কোমর দোলাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা শুনে সেখানে হাজির প্রত্যেকে হেসে ফেলেন।
হোয়াইট হাউসে অফিসিয়াল নৈশভোজের পর বজো বাইডেনকে পাশে নিয়ে ভারত এবং আমেরিকার কৃষ্টি, সংস্কৃতির মেলবন্ধন নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। যা শুনে ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও হেসে ফেলেন।