Narendra Modi: নাইজেরিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী, দেখুন ভিডিয়ো

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মোদী যাবেন দক্ষিণ আমেরিকার গায়ানায়। সেদেশের সংসদে ভাষণও দেবেন তিনি, এমনটাই সূত্রের খবর।

নাইজেরিয়ায় মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit 2024) যোগ দিতে ব্রাজিলের(Brazil) উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। একইসঙ্গে সফর সারবেন তিন দেশে। পাঁচ দিনের বিদেশ সফরে প্রথমে পৌঁছেছেন নাইজেরিয়ার রাজধানী আবুজাতে। নাইজেরিয়ার মাটিতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ আমন্ত্রণ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী। এ দিন বিমানবন্দরেই মোদীকে গ্র্যান্ড ওয়েলকামের আয়োজন করেছিল প্রবাসী ভারতীয়রা। বিশেষ করে এই অনুষ্ঠানে সামিল হন মারাঠি সম্প্রদায়ের মানুষেরা। আট থেকে আশি সকলে মিলে মোদীকে বরণ করে নেন। এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করে মোদী লেখেন, "হৃদয় ছুঁয়ে গেল।" এরপর রিও ডি জেনেরিওর পথে রওনা দেবেন তিনি। সেই উপলক্ষে সেজে উঠছে সে শহর। প্রসঙ্গত, চলতি বছরে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ব্রাজিলে। আগামী ১৮ এবং ১৯ নভেম্বর সেখানে হাজির হবে মোদী সহ অন্যান্য রাষ্ট্রনেতারা। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মোদী যাবেন দক্ষিণ আমেরিকার গায়ানায়। সেদেশের সংসদে ভাষণও দেবেন তিনি, এমনটাই সূত্রের খবর।

নাইজেরিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী, দেখুন ভিডিয়ো

নাইজেরিয়া পৌঁছে নরেন্দ্র মোদীর টুইট



@endif