PM Modi In Bangladesh : ভোট বাজারে মতুয়া আবেগে শান, ওড়াকান্দির মন্দিরে মোদী
ঢাকা : বাংলাদেশের ওড়াকান্দিতে হাজির হলেন নরেন্দ্র মোদী। ওড়াকান্দিতে (Orakandi) হাজির হয়ে ঠাকুর বাড়ির নাটমন্দিরে যান ভারতের প্রধানমন্ত্রী। ওড়াকান্দির নাটমন্দিরে গিয়ে প্রণাম করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।
২১০ বছরের ইতিহাস বহন করছে মতুয়া (Motua) সম্প্রদায়ের ওড়াকান্দির এই নাটমন্দির। এখানেই জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে লড়াই করেছিলেন হরিচাঁদ ঠাকুর। বাংলাদেশ সফরে গিয়ে সেই নাটমন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী। ২১০ বছরের এই পুরনো মন্দিরে হাজির হয়ে কার্যত আবেগে ভাসেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে মতুয়া আবেগে শান দিতে প্রথম থেকেই সরব হয় পদ্ম শিবির। মতুয়া মন জয় করতে কখনও ঠাকুরনগরে হাজির হন প্রধানমন্ত্রী মোদী, আবার কখনও অমিত শাহকেও (Amit Shah) দেখা যায় ঠাকুরবাড়িতে হাজির হতে। সবকিছু মিলিয়ে এবারের ভোটে মতুয়া আবেগকে পুরোদমে পকেটে পুরতে মোদীর আজকের ওড়াকান্দি সফর কতটা ফলপ্রসূ হয়,সেটাই দেখার।
আরও পড়ুন : PM Modi In Bangladesh : বাংলাদেশে কমিউনিটি হল গড়বে ভারত সরকার : মোদী
এদিকে শনিবার সকালে যশোরেশ্বরী কালী মন্দিরে হাজির হয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৫১ সতীপীঠের অন্যতম এই যশোরেশ্বরী কালী মন্দির। সতীপাঠে পুজো দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানাতে দেখা যায় ভারতের (India) প্রধানমন্ত্রীকে (PM Modi)।
জানা যাচ্ছে, ২ দিনের বাংলাদেশ (Bangladesh) সফরে হাজির হয়ে শেখ হাসিনা সরকারের সঙ্গে ৫টি এএমইউ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যার ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।