Parastoo Ahmady: ভার্চুয়াল কনসার্টে হিজাব ছাড়া গান, গ্রেফতার ইরানের গায়িকা
সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আহমাদির গাওয়া ওই গানের ভিডিয়ো। বিশেষ করে ইউটিউবে প্রশংসা কুড়াচ্ছে ওই ভিডিয়ো।
নয়াদিল্লিঃ ইউটিউবে প্রকাশিত কনসার্টে হিজাব না পরে গান। গ্রেফতার ২৭ বছর বছরের সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী, শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে ওই গায়িকাকে আটক করা হয়েছে। হিজাববিহীন অবস্থায়, কাঁধ খোলা পোশাক পরে গান গাওয়া তাঁর অপরাধ বলে মনে করছে ইরান সরকার। তাই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে সে দেশের সরকারের তরফে। ইউটিউব ভিডিয়োর ক্যাপশনে গায়িকা লেখেন, ইউটিউব ভিডিয়োর সঙ্গে একটি ক্যাপশন পোস্ট করেছিলেন তিনি। যেখানে লেখা ছিল, ‘আমি পারাস্তু। এই গান আমার ভালবাসার মানুষের জন্য। আমার প্রিয় জন্মভূমিকে উদ্দেশ্য করে এই গান। এই গানের ইরানের অংশে ইতিহাস এবং পূরাণের মেলবন্ধন রয়েছে। একটি কল্পনার কনসার্টে আজ আপনারা আমার গান শুনতে পারছেন।’ আহমাদির আইনজীবী জানিয়েছেন এই একই দিনে তেহরান তেহকে তাঁর পুরুষ দুই সহশিল্পীক সোহেল ফাগিহ নাসিরি এবং বেরাগদারকে গ্রেফতার করা হয়েছে। সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আহমাদির গাওয়া ওই গানের ভিডিয়ো। বিশেষ করে ইউটিউবে প্রশংসা কুড়াচ্ছে ওই ভিডিয়ো। যাতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউজ রয়েছে।
ভার্চুয়াল কনসার্টে হিজাব ছাড়া গান, গ্রেফতার ইরানের গায়িকা