Gaza City: গাজা শহরের রাস্তা দিয়ে যাওয়া গাড়িকে লক্ষ্য করে কামান দেগে উড়িয়ে দিল ইজরায়েলি সেনা, দেখুন ভিডিয়ো

গাজা সিটি-তে ঢুকে কয়েক শো ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে ইজরায়েলের সাঁজোয়া বাহিনী। শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তা কেটে দিয়ে অবরুদ্ধ-বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গাজা সিটিকে।

গাজা সিটি-তে কয়েক শো ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে ইজরায়েলের সাঁজোয়া বাহিনী। আকাশপথে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার পর, হামাস বিহানীকে নির্মুল করতে এবার স্থলপথে জোর কদমে অভিযান শুরু করেছে ইজরায়েল। অভিযানের আগে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তা কেটে দিয়ে অবরুদ্ধ-বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গাজা সিটিকে। যাতে কেউ উত্তর গাজা থেকে দক্ষিণ পালাতে না পারে। তার আগে অবশ্য সাধারণ মানুষদের উত্তর গাজা থেকে দক্ষিণে সরে যেতে বলেছিল ইজরায়েল। কিন্তু হামাস কিছুতেই তা করতে রাজি নয়। অভিযোগ সাধারণ মানুষদের দক্ষিণে সরে যেতে বাধা দেয় বাহিনী।

গাজা সিটিতে ঢুকেই কাজ শুরু করে দিল বাহিনী। গাজা সিটির রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়িকে লক্ষ্য করে কামান দেগে উড়িয়ে দেওয়া হল। সেখানে উপস্থিত এক প্যালেস্তিনিয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল তার ভিডিয়ো। গাজা সিটি-র সালহা আল দিন রোডে (Salah al Din) হয় এই ঘটনাটি। ভিডিয়োটিতে দেখেই বোঝা যাচ্ছে দেখা মাত্রই গুলির মেজাজে আছে ইজরায়েলি সেনা। আরও পড়ুন-রাস্তা কেটে পালানোর পথ বন্ধ করে গাজা শহরে ঢুকল ইজরায়েলি সেনা

দেখুন ভিডিয়ো

দেখুন ইজরায়েলি সেনা গাজায় ঢুকে কী করছে

এদিকে, রবিবার থেকে গাজার পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাঙ্ক) প্রবেশ করছে ইজরায়েলি সেনা। পশ্চিম তীরের জেনিন শহরে বর্তমানে দাপিয়ে বেড়াতে শুরু করেছে আইডিএফ। পশ্চিম তীরের জেনিন প্রদেশে প্রবেশের মুখে যত খিলান ছিল, সেগুলি গুঁড়িয়ে দেয় ইজরায়েলি সেনা বাহিনী। জেনিন প্রদেশে প্রবেশের মুখে একের পর এক খিলান ভেঙে তারপর সেখানে প্রবেশ করে আইডিএফ।