Pakistan: ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে চাইছে পাকিস্তান, কী বলছে দিল্লি

পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন বলে খবর। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ জানান, ভারতের সঙ্গে ফের নতুন করে যাতে বাণিজ্য করা যায়, সেই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

Photo Credits: WIKIMEDIA COMMONS

দিল্লি, ২৯ মার্চ: ভারতের (India) সঙ্গে যাতে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করা যায়, সেই প্রচেষ্টা শুরু করল পাকিস্তান (Pakistan)। ২০১৯ সালের পর থেকে ব্যবসায়িকভাবেও পাকিস্তানের সঙ্গে কোনও যোগ রাখেনি ভারত। ৫ বছর পর আবার নতুন করে ভারতের সঙ্গে বাণিজ্য় সম্প্রসারণের চিন্তা করছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন বলে খবর। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ জানান, ভারতের সঙ্গে ফের নতুন করে যাতে বাণিজ্য করা যায়, সেই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। সংবাদ সংস্থা ডনের তরফে এই খবর প্রকাশ করা হয়।

আরও পড়ুন: US Warns Pakistan: পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা, রিপোর্ট

ভারতের সঙ্গে বাণিজ্য় সম্প্রসারণের কতা ইসলামাবাদের তরফে ভাবার কথা প্রকাশ্যে এলেও, দিল্লি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। দিনে বাণিজ্য এবং রাতে সন্ত্রাসবাদ, এমন কোনও সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে রাখতে চায় না ভারত বলে এর আগেই জানানো হয়।