Pakistan: বালুচিস্তানে কমপক্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করল পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা

ওই জঙ্গিরা পাকিস্তানি সেনাদের গুলি করার ষড়যন্ত্র করার পাশাপাশি জনবসতি সম্পন্ন এলাকায় বিস্ফোরণ পুঁতে বিস্ফোরণ ঘটনার ছকে ছিল

জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে (:Photo Credits:Twitter@Defence__Pak)

ইসলামাবাদ: বালুচিস্তান প্রদেশে (Balochistan Province) কমপক্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে (Susected terroridts) হত্যা করল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  বুধবার পাকিস্তানের সেনাবাহিনী তরফে এটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, গোয়েন্দাদের সূত্রে (intelligence-based) খবর পেয়ে বালুচিস্তানের একটি জায়গায় হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী এর ফলে কমপক্ষে ১০ জন জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তান আর্মি মিডিয়া উইং ইন্টার সার্ভিস (Pakistan security forces)সূত্রে খবর পাওয়া গেছে, বিশেষ সূত্রে খবর পেয়ে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশের (southwestern) হোসহাব (Hoshab) এলাকায় মঙ্গলবার অপারেন চালায় পাকিস্তানের নিরাপত্তা রক্ষীরা। তারা যখন ১২ থেকে ১৪ জনের জঙ্গিদের আস্তানার সন্ধান পেয়ে তাদের ঘিরে ফেলেছে তখন জঙ্গিরা সেনাদের উদ্দেশ্য করে গুলি চালাতে করে। পালটা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। দীর্ষক্ষণ গুলির লড়াই চলার পর কমপক্ষে ১০ জঙ্গি খতম হয়। আর এক জঙ্গিকে জখম অবস্থায় ধরা হয়। গণ্ডগোলের ফাঁকে পালিয়ে যায় আরও দুই জঙ্গি। তাদের সন্ধানে গোটা এলাকাজুড়ে তল্লাশি চলছে।

পাকিস্তানি সেনা সূত্রে জানান গেছে, ওই জঙ্গিরা পাকিস্তানি সেনাদের গুলি করার ষড়যন্ত্র করার পাশাপাশি জনবসতি সম্পন্ন এলাকায় বিস্ফোরণ পুঁতে বিস্ফোরণ ঘটনার ছকে ছিল। ধৃতদের যেখানে মারা হয়েছে সেখান থেকে প্রচুর অস্ত্র ও গুলি, আইইডি উদ্ধার হয়েছে। পাকিস্তানের সেনার কথায়, তারা বালুচিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত সপ্তাহে দুজন স্বশস্ত্র জঙ্গিকে হাসোহাবের বালোর এলাকায় গুলি করে হত্যা করে।



@endif