U.S. State Department Country Reports on Terrorism 2019: পাকিস্তান এখনও সন্ত্রাসবাদী সংগঠনগুলির জন্য নিরাপদ আশ্রয়: রিপোর্ট অ্যামেরিকার প্রশাসনের
পাকিস্তান (Pakistan) এখনও সন্ত্রাসবাদী সংগঠনগুলির (Terrorist Groups) জন্য নিরাপদ বন্দরে রয়ে গেছে। ২০১৯ সালে সন্ত্রাসবাদ সম্পর্কিত (Country Reports on Terrorism 2019) রিপোর্টে এটাই জানিয়েছে অ্যামেরিকার স্টেট ডিপার্টমেন্ট (United States Department of State)। রিপোর্টে বলা হয়েছে, জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদী তালিকায় নাম থাকা মাসুদ আজহার এবং ২০০৮ সালের মুম্বই হামলায় জড়িত সাজিদ মীরের মতো পরিচিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা গ্রহণ করেনি। যারা দুজনই পাকিস্তানে মুক্ত ভাবে ঘোরাঘুরি করছে বলে মনে করা হচ্ছে।"
ওয়াশিংটন, ২৪ জুলাই: পাকিস্তান (Pakistan) এখনও সন্ত্রাসবাদী সংগঠনগুলির (Terrorist Groups) জন্য নিরাপদ আশ্রয় হিসেবে রয়ে গেছে। ২০১৯ সালে সন্ত্রাসবাদ সম্পর্কিত (Country Reports on Terrorism 2019) রিপোর্টে এটাই জানিয়েছে অ্যামেরিকার স্টেট ডিপার্টমেন্ট (United States Department of State)। রিপোর্টে বলা হয়েছে, জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদী তালিকায় নাম থাকা মাসুদ আজহার এবং ২০০৮ সালের মুম্বই হামলায় জড়িত সাজিদ মীরের মতো পরিচিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা গ্রহণ করেনি। যারা দুজনই পাকিস্তানে মুক্ত ভাবে ঘোরাঘুরি করছে বলে মনে করা হচ্ছে।"
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে রয়ে গেছে। এই জঙ্গি সংগঠনগুলি আফগানিস্তানকে টার্গেট করে, ভারতকে টার্গেট করে। পাশাপাশি এলটিটি এবং এর সহযোগী ফ্রন্টগুলি ভারতকে হামলার লক্ষ্য় করে। এদেরও পাকিস্তান তার অঞ্চল থেকে কার্যকলাপ চালাতে দিয়েছে।" আরও পড়ুন: Indian Couple Murdered: দুবাইতে পাকিস্তানি ডাকাতের হাতে খুন ভারতীয় দম্পতি, গুরুতর আহত তাঁদের কিশোরী কন্যা
রিপোর্টে আরও বলা হয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানে অব্যাহত সন্ত্রাসী ক্রিয়াকলাপ ছাড়াও ২০১৯ সালে দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মীরে এবং শ্রীলঙ্কায়।"