ভারত-পাকিস্তান যুদ্ধ অক্টোবরে পুরোদমে শুরু হবে, ভবিষ্যতবাণী পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আমেদের
জম্মু-কাশ্মীর ইস্য়ুতে আন্তর্জাতিক বাজার গরম করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে মরিয়া ইমরান খানের দেশ। ভারত-পাকিস্তানের মধ্যে রেল চলাচল বন্ধ করেছেন ইমরান খান। আকাশপথেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার একেবারে সরাসরি যুদ্ধ প্রস্তুতির কথা পাকিস্তানের মন্ত্রীর মুখে।
রাওয়ালপিন্ডি, ২৮ অগাস্ট: War Between India-Pakistan Likely in October, Says Pak Railways Minister Sheikh Rashid Ahmed। জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) ইস্য়ুতে আন্তর্জাতিক বাজার গরম করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান (Pakistan)। কাশ্মীর নিয়ে বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে মরিয়া ইমরান খানের দেশ। ভারত-পাকিস্তানের মধ্যে রেল চলাচল বন্ধ করেছেন ইমরান খান। আকাশপথেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার একেবারে সরাসরি যুদ্ধ প্রস্তুতির কথা পাকিস্তানের মন্ত্রীর মুখে। পাকিস্তানের রেলমন্ত্রী তথা ইমরান খানের ঘনিষ্ঠ নেতা শেখ রশিদ আমেদ তো ভবিষ্যতবাণী করলেন, আগামী অক্টোবরেই পুরোদমে ভারত-পাকিস্তান যুদ্ধ হতে চলেছে। পাকিস্তানের মিডিয়ায়, তাদের মন্ত্রীর যুদ্ধের দাবিকে ফলাও করে প্রচার করা হচ্ছে।
রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ির সামনে এক উৎসবে যোগ দিতে ইমরান খান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য শেখ রশিদ আমেদ বললেন, " কাশ্মীরের মানুষের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গিয়েছে। ভারতের সঙ্গে এটাই শেষ যুদ্ধ হতে চলেছে।" নরেন্দ্র মোদি বর্বর এবং ফ্য়াস্তিত কায়দায় কাশ্মীরকে ভাঙছেন বলে অভিযোগ করে পাক রেলমন্ত্রী বললেন, ''মোদির সামনে এখন একমাত্রা বাধা হল পাকিস্তান। মহরমের পর কাশ্মীরে ফের সফরে যাব। অধিকৃত কাশ্মীরের মানুষের পাশে আছি আমরা।'' আরও পড়ুন-ভারতকে জবাব দিতে যুদ্ধের কথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী
কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন করায় চিনের প্রশংসা করেন পাকিস্তানের রেলমন্ত্রী। বাকি মুসলিম দেশগুলি কেন কাশ্মীর ইস্য়ুতে চুপ রয়েছে, তা জানতে চেয়েছেন শেখ রশিদ। মহম্মদ আলি জিন্না ভারতে মুসলিম বিদ্বেষ আগেই লক্ষ্য করেছিলেন বলে জানান রশিদ। ভারতের সঙ্গে আরও কোনও আলোচনা করা বোকামো হবে বলেও পাকিস্তানের রেলমন্ত্রী জানান। এর আগে সংবিধানের ৩৭০ ধারা রদ করা নিয়ে পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ হুসেন চৌধুরী বলেছিলেন, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের গঠন ও জনবিন্যাস পরিবর্তন করে আরেকটা প্যালেস্তাইন বানানোর চেষ্টা করছে। এরপর এই পাক মন্ত্রী তাদের পার্লামেন্টের সদস্যদের বলেন, ''এখন আমাদের নিজেদের মধ্যে না লড়াই করে রক্ত, চোখের জল, ঘাম, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতকে জবাব দেওয়ার সময় এসেছে।''
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)