IPL Auction 2025 Live

Lahore Pollution: মারণ বিষাক্ত ধোঁয়ার ফাঁদ লাহোরে, প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের বসবাস পাকিস্তানে

খবর অনুযায়ী, লাহোর এবং মুলতান ভোরবেলা বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে সময় যত গড়ায়, তত বাড়তে থাকে এই দূষণের মাত্রা। লাহোর, মুলতানের মত শহরের বাসিন্দারা দূষণের কবলে পড়ে অসুস্থ হচ্ছেন বলেও খবর।

Lahore Pollution (Photo Credit: ANI/X)

দিল্লি, ১২ নভেম্বর: দূষণের (Pollution) জেরে লাহোরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। পাকিস্তানের (Pakistan) এই শহরে ক্রমাগত বাড়ছে দূষণ। যার জেরে এবার লাহোরের (Lahore) টক্সিক ফোম দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। এমনই একটি ছবি এবার প্রকাশ্যে এল। যা দেখে আঁতকে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব। নাসা (NASA) থেকে এমনই একটি ছবি প্রকাশ করা হল। যেখানে লাহোর শহরে বিষাক্ত ধোঁয়ার মাত্রা এত বেড়ে গিয়েছে, তা মহাকাশ থেকে দৃশ্যমান হচ্ছে। লাহোরের পাশাপাশি মুলতান, ইসলামাবাদও ভয়াবহ দূষণের কবলে। দূষণ বৃদ্ধিতে লাহোরের পরই রয়েছে মুলতান এবং ইসলামাবাদের নাম।

জিও নিউজের খবর অনুযায়ী, লাহোর এবং মুলতান ভোরবেলা বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে সময় যত গড়ায়, তত বাড়তে থাকে এই দূষণের মাত্রা। লাহোর, মুলতানের মত শহরের বাসিন্দারা দূষণের কবলে পড়ে অসুস্থ হচ্ছেন বলেও খবর।

লাহোরে যে হারে দূষণ বাড়ছে, তাতে চিন্তাও বৃদ্ধি পাচ্ছে পাকস্তানের। একটি সুইস সংস্থার তরফে মঙ্গলবার একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়। যেখানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে মঙ্গলবার উঠে আসে লাহোরের নাম। ইউনিসেফের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যে হারে দূষণ বাড়ছে, তাতে ওই শহর মানুষের বসবাসের অনপযুক্ত হয়ে পড়ছে বলে সতর্কতায় জানিয়েছে ইউনিসেফ। পাক পাঞ্জাব প্রদেশে ১১ মিলিয়ন শিশু রয়েছে, যাদের বয়স ৫ বছরের মধ্যে। ওই সমস্ত শিশুর মধ্যে দূষণের জেরে অসুস্থার মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয় ইউনিসেফের তরফে।