Pakistan leader On India: 'সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে ভারত, আর আমরা ভিক্ষা করছি': পাক নেতা
সবে সবে পাকিস্তানে নতুন সরকার গঠন হয়েছে। শেহবাজ শরিফ দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন। নয়া সরকার গঠন হলেও, পাকিস্তানের পরিস্থিতি কতটা পালটাবে, তা নিয়ে সন্দিহান সে দেশের মানুষ।
'সুপার পাওয়ার হওয়ার স্বপ্নের পথে এগোচ্ছে ভারত (India), আর আমরা ভিক্ষা করছি।' পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময় নিজেদের দেশের পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৌলনা ফজলুর রহমান। পাকিস্তানের (Pakistan) দক্ষিণপন্থী ইসলামিক নেতা রহমান বলেন, একই দিনে যে দুই শিশুর জন্ম হয়, তাদের মধ্যে একজন বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। আর পাকিস্তান ভিক্ষা করছে বলে কটাক্ষ করেন ফজলুর রহমান। পাক নেতার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল (Viral) হয়ে যায়। সেই সঙ্গে পাকিস্তানের বর্তমান অবস্থা কী, সে বিষয়েও কার্যত গোটা বিশ্বের সামনে পর্দা ফাঁস হয়ে যায়।
শুনুন কী বললেন পাক নেতা...
সবে সবে পাকিস্তানে নতুন সরকার গঠন হয়েছে। শেহবাজ শরিফ দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন। নয়া সরকার গঠন হলেও, পাকিস্তানের পরিস্থিতি কতটা পালটাবে, তা নিয়ে সন্দিহান সে দেশের মানুষ।
প্রসঙ্গত পাকিস্তানে আটার, চাহিদা যখন তুঙ্গে, সেই সময় বেশ কিছু অঞ্চলে সাধারণ মানুষকে নিজেদের মধ্যে লড়তে দেখা যায়। এমনকী সরকারি আটা ছিনিয়ে নিতেও দেখা যায় বহু মানুষকে। পাকিস্তানের দুর্দশার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে গোটা বিশ্বে শুরু হয়ে যায় জোর চর্চা।