Imran Khan: তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, এখনও জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তোশাখানা মামলায় জেলবন্দি হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তারপর ধীরে ধীরে এই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খান ও উজমা খানও গ্রেফতার হন।

Imran Khan, Bushra Bibi (Photo Credit: ANI/Twitter)

ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তোশাখানা মামলায় জেলবন্দি হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তারপর ধীরে ধীরে এই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খান ও উজমা খানও গ্রেফতার হন। তবে বৃহস্পতিবার এই মামলায় স্বস্তি পেলেন বুশরা বিবি। জানা যাচ্ছে, দীর্ঘ ৯ মাস পর আদিয়ালা জেল থেকে জামিনে ছাড়া পেলেন তিনি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। জেল থেকে বেরিয়ে অবশ্য বুশরা কোনও মন্তব্য করেননি। জামিন পেতেই বানি গালায় বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন ইমরান পত্নী।

তোশাখানা দ্বিতীয় মামলায় এদিন জামিন পেলেন বুশরা। যদিও তাঁর বিরুদ্ধে এখনও তোশখানার আরও একটি মামলা চলছে। তবে এদিন জামিন পেতে গিয়ে আগের কোনও মামলা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়নি বুশরাকে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই ইমরান ও বুশরার বিরুদ্ধে ১৪ বছরের সাজা শোনায় ইসলামাবাদ হাইকোর্ট। পরে সেই মামলার পুনর্বিবেচনা করে স্থগিতাদেশ দেয় আদালত। তারপরেই সম্প্রতি বুশরার জামিন মঞ্জুর করে আদালত।