Imran Khan: ২ সপ্তাহের জামিন, আদলত থেকে বেরোলেই গ্রেফতার করা হবে, ভয় ইমরান খানের

সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ প্রকাশ্যে আসতেই পালটা তোপ দাগেন মারিয়ম নওয়াজ। সুপ্রিম কোর্টের যে বিচারপতি ইমরান খানের গ্রেফতারি বেআইনি বলে দাবি করেন, তিনি পিটিআইতে যোগ দিন বলে কটাক্ষ করেন মারিয়ম নওয়াজ।

Imran Khan (Photo Credit: IANS)

দিল্লি, ১২ মে: ২  সপ্তাহের জন্য় জামিন মঞ্জুর করা হল ইমরান খানের। ইসলামাবাদ হাইকোর্টের তরফে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধানের জামিন মঞ্জুর করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের তরফে জামিন মঞ্জুর করা হলেও, ভয় পেয়ে যান পিটিআই প্রধান। সংবাদমাধ্যমের সামনে নিজের ভয়ের উল্লেখ করে ইমরান খান জানান, ইসলামাবাদ হাইকোর্ট  থেকে বেরনোর পর তাঁকে হয়ত আবার গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত ইমরান খানের গ্রেফতারি বেআইনি। আরও পড়ুন:  Imran Khan Bail: ইমরান খানকে দু সপ্তাহের জামিন বৃহস্পতিবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতারির পর এমনই মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের তরফে।

সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ প্রকাশ্যে আসতেই পালটা তোপ দাগেন মারিয়ম নওয়াজ। সুপ্রিম কোর্টের যে বিচারপতি ইমরান খানের গ্রেফতারি  বেআইনি বলে দাবি করেন, তিনি পিটিআইতে যোগ দিন বলে কটাক্ষ করেন মারিয়ম।

মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ইমরান খানের গ্রেফতারির পর থেকে উত্তাল হয়ে উঠতে শুরু করে প্রায় গোটা পাকিস্তান।