Pakistan Floods (Photo: ANI)

ইসলামাবাদ, ২৮ অগাস্ট: অবিরাম বৃষ্টিতে পাকিস্তানে বন্যা (Pakistan Floods) পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া। প্রায় ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিও নিউজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) বরাত দিয়ে জানিয়েছে।, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৯ জন মারা গিয়েছেন, ৭১ জন আহত হয়েছেন। তথ্য অনুসারে, বালুচিস্তানে (Balochistan) ৪ জন, গিলগিট বালতিস্তানে (Gilgit Baltistan) ৬ জন, খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) ৩১ জন এবং সিন্ধ প্রদেশে (Sindh) ৭৬ জন মারা গিয়েছেন। বন্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৪৯টি সেতু ভেঙে পড়েছে।

কমপক্ষে ১০ লাখ টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কমপক্ষে ৭ লাখ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছে। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের অন্তত ১১০টি জেলা বন্যার কবলে পড়েছে। ৭২টি জেলা সবেচেয়ে ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন: World's Longest Cucumber: বিশ্বের সবচেয়ে লম্বা শসা ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম উঠল এই ব্যক্তির, দেখুন শসার ছবি

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে পাকিস্তান। ৩০ বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে এই বছর ৩৮৮.৭ মিমি বৃষ্টি হয়েছে। বন্যায় লাখ লাখ মানুষ ঘরছাড়া। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Pakistan: কলেজ পড়ুয়া যুবককে যৌন হেনস্থা, ঘটনার ভিডিয়ো রেকর্ডিং, গ্রেফতার তিন অভিযুক্ত

Terror Attack in Pakistan: খাইবার পাখতুনখোয়া ফের জঙ্গি হানা, আত্মঘাতী হামলায় নিহত ২ পাক সেনা

Pakistan: পাকিস্তানে ফের হামলা, চিন নিয়ন্ত্রিত বন্দর কমপ্লেক্সে হানাদারি, নিহত ৮ হামলাকারী

WB Lok Sabha Elections 2024: এবারেও ৭ দফায় বাংলায় লোকসভা ভোট, ১৯ এপ্রিল নির্বাচন শুরু, ৪ জুন গণনা

Telangana Road Accident: গভীর রাতে চালকের চোখে ঘুম, গাছে গিয়ে ধাক্কা গাড়ির, বলি ৫

Poonam Pandey is Alive: বেঁচে আছেন পুনম পান্ডে, সোশ্যাল মিডিয়ায় হাজির সমহিমায়

Nagaland: নাগাল্যান্ডের কয়লাখনিতে আচমকা ভূমিধস, অবৈধ খনন চলাকালীন মৃত্যু ৬ শ্রমিকের, আহত চার

Bharat Jodo Nayay Yatra: গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রার প্রবেশে বাধা, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ কংগ্রেস কর্মীদের, চলল লাঠিচার্জ