Pakistan Floods: পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, মৃতের সংখ্যা হাজার ছাড়াল
অবিরাম বৃষ্টিতে পাকিস্তানে বন্যা (Pakistan Floods) পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া। প্রায় ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিও নিউজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) বরাত দিয়ে জানিয়েছে।, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৯ জন মারা গিয়েছেন, ৭১ জন আহত হয়েছেন। তথ্য অনুসারে, বালুচিস্তানে (Balochistan) ৪ জন, গিলগিট বালতিস্তানে (Gilgit Baltistan) ৬ জন, খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) ৩১ জন এবং সিন্ধ প্রদেশে (Sindh) ৭৬ জন মারা গিয়েছেন। বন্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৪৯টি সেতু ভেঙে পড়েছে।
ইসলামাবাদ, ২৮ অগাস্ট: অবিরাম বৃষ্টিতে পাকিস্তানে বন্যা (Pakistan Floods) পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া। প্রায় ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিও নিউজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) বরাত দিয়ে জানিয়েছে।, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৯ জন মারা গিয়েছেন, ৭১ জন আহত হয়েছেন। তথ্য অনুসারে, বালুচিস্তানে (Balochistan) ৪ জন, গিলগিট বালতিস্তানে (Gilgit Baltistan) ৬ জন, খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) ৩১ জন এবং সিন্ধ প্রদেশে (Sindh) ৭৬ জন মারা গিয়েছেন। বন্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৪৯টি সেতু ভেঙে পড়েছে।
কমপক্ষে ১০ লাখ টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কমপক্ষে ৭ লাখ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছে। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের অন্তত ১১০টি জেলা বন্যার কবলে পড়েছে। ৭২টি জেলা সবেচেয়ে ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন: World's Longest Cucumber: বিশ্বের সবচেয়ে লম্বা শসা ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম উঠল এই ব্যক্তির, দেখুন শসার ছবি
এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে পাকিস্তান। ৩০ বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে এই বছর ৩৮৮.৭ মিমি বৃষ্টি হয়েছে। বন্যায় লাখ লাখ মানুষ ঘরছাড়া। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার।