Pakistan Flood: ভাঙছে সেতু, বাড়িঘর, পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভিডিয়ো শিউরে উঠবেন
এই মুহূর্তে পাকিস্তানের সিন্ধ প্রদেশ কার্যত জলের নীচে। এক নাগাড়ে বন্যার জেরে সিন্ধে ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক বাড়িঘর। জলের স্রোতে সেতু থেকে শুরু করে মোবাইলের টাওয়ার কিংবা বাড়িঘর, ভেঙে পড়তে শুরু করেছে প্রায় সবকিছু।
ইসলামাবাদ, ২৯ অগাস্ট: ক্রমাগত ভয়াবহ হচ্ছে পাকিস্তানের (Pakistan) বন্যা (Flood) পরিস্থিতি। এক নাগাড়ে বৃষ্টির জেরে পাকিস্তানের একাধিক জায়গায় ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। বশেষ করে সিন্ধ প্রদেশে (Sindh)। পাকিস্তানে বন্যার জেরে একের পর এক মানুষের মৃত্যুর খবর আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বন্যার জেরে পাকিস্তানে এখনও ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। সিন্ধের পাশাপাশি গিলগিট-বালটিস্তান, খাইবার পাখতুনওয়া এবং পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশের অবস্থা ভয়াবহ।
রিপোর্টে প্রকাশ, এই মুহূর্তে পাকিস্তানের সিন্ধ প্রদেশ কার্যত জলের নীচে। এক নাগাড়ে বন্যার জেরে সিন্ধে ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক বাড়িঘর। জলের স্রোতে সেতু থেকে শুরু করে মোবাইলের টাওয়ার কিংবা বাড়িঘর, ভেঙে পড়তে শুরু করেছে প্রায় সবকিছু। সিন্ধ প্রদেশের বেশিরভাগ জায়গায় থেকে স্তানীয়দের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বেও ভয়, আতঙ্ক যেন গ্রাস করেছে সে দেশের মানুষকে।
আগামী কয়েকদিনে সিন্ধ প্রদেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ যাতে সাবধানে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে পাক প্রশাসনের তরফে।