Pakistan: 'ভারত বিরোধী' বক্তব্যের জন্য় পরিচিত লস্করের প্রাক্তন কমান্ডারকে গুলি করে হত্যা পাকিস্তানে
সূত্রের খবর, লস্কর-ই-তইবায় কাকে নেওয়া হবে, তা ঠিক করত আক্রম। পাশাপাশি জঙ্গিদের প্রতি নরম মনোভাবপূর্ণদের খুঁজে বের করে লস্কর-ই-তইবায় তাদের নিয়োগ করার কাজ করত সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের এই প্রাক্তন কমান্ডার।
দিল্লি, ১০ নভেম্বর: লস্করের প্রাক্তন কমান্ডার আক্রম খানকে গুলি করে হত্যা করা হল পাকিস্তানে। বৃহস্পতিবার খাইবার পাখতুনওয়া প্রদেশের বাজাউর জেলায় গুলি করে হত্যা করা হয় লস্করের প্রাক্তন কমান্ডার আক্রম খান ওরফে আক্রম গাজিকে। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে এলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লস্করের কমান্ডার হিসেবে নাম উঠে আসে আক্রম গাজির। লস্করের কমান্ডার থাকাকালীন ভারত বিরোধী বক্তব্যের জন্য নাম উঠে আসে গাজির। এসবের পাশাপাশি লস্করের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অন্যতম মূল মাথা হিসেবে কাজ করতে আক্রম খান।
সূত্রের খবর, লস্কর-ই-তইবায় কাকে নেওয়া হবে, তা ঠিক করত আক্রম। পাশাপাশি জঙ্গিদের প্রতি নরম মনোভাবপূর্ণদের খুঁজে বের করে লস্কর-ই-তইবায় তাদের নিয়োগ করার কাজ করত সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের এই প্রাক্তন কমান্ডার।
প্রসঙ্গত চলতি বছরের অক্টোবরের পাকিস্তানে হত্যা করা হয় পাঠানকোটকাণ্ডের মূল মাথা শাহিদ লতিফকে। পাকিস্তানের গুরজানওয়ালা শহরে থাকত শাহিদ লতিফ। গুরজানওয়ালাতেই গুলি করে খুন করা হয় পাঠানকোট হামলার মূল অভিযুক্তকে।