Pakistan Economic Crisis: 'ঘুমোতে পারছি না', অর্থনৈতিক সঙ্কটে দুঃস্বপ্ন দেখছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
সম্প্রতি পাকিস্তান সরকার যখন বিনামূল্যে আটা, ময়দা দেওয়ার ব্যবস্থা করে, যা সংগ্রহ করতে গিয়ে একাধিক মানুষের প্রাণ যায়। আটা, ময়দা সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে যেভাবে মানুষ পদপিষ্ট হতে শুরু করেন, সেই ছবি দেখে আঁতকে উঠতে শুরু করে প্রায় গোটা বিশ্ব।
দিল্লি, ৪ এপ্রিল: পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক সঙ্কট ক্রমশ প্রকট হচ্ছে। পাকিস্তানে অর্থনৈতিক সঙ্কট যত প্রকট হচ্ছে, তত সে দেশের সাধারণ মানুষের জীবনজীবিকা দুর্বিসহ হয়ে উঠতে শুরু করেছে। পাকিস্তানে যখন অর্থনৈতিক সঙ্কট চরমে, সেই সময় যেন রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শেহবাজ বলেন, তিনি রাতে দুঃস্বপ্ন দেখছেন। দেশের এই পরিস্থিতিতে তিনি রাতভর ঘুমোতে পারছেন না বলেও মন্তব্য করেন শেহবাজ (Shehbaz Sharif)। সম্প্রতি পাকিস্তান সরকার যখন বিনামূল্যে আটা, ময়দা দেওয়ার ব্যবস্থা করে, যা সংগ্রহ করতে গিয়ে একাধিক মানুষের প্রাণ যায়। আটা, ময়দা সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে যেভাবে মানুষ পদপিষ্ট হতে শুরু করেন, সেই ছবি দেখে আঁতকে উঠতে শুরু করে প্রায় গোটা বিশ্ব।
শেহবাজ শরিফ বলেন, তাঁরা খুব শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন শেহবাজ। তিনি আরও বলেন, তিনি ঈশ্বরে বিশ্বাসী। তাই পাকিস্তান সমস্ত সঙ্কট কাটিয়ে ফের আলোর পথ পাবে বলেও আশা প্রকাশ করেন শেহবাজ শরিফ।
এসবের পাশাপাশি চিনের (China) প্রশংসা শোনা যায় শেহবাজ শরিফের গলায়। চিনের বিরুদ্ধে কথা বলা অমানবিক হবে এই মুহূর্তে বলে মন্তব্য করেন পাকিস্তান। এসবের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সমালোচনা করেন শেহবাজ শরিফ। ইমরান খান যেভাবে চিনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন, তার প্রতিবাদ শোনা যায় শেহবাজ শরিফের গলায়। পাকিস্তানকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে, তা থেকে বের করে আনার চেষ্টা করছে চিন। পাশাপাশি পাকিস্তানের কঠিন সময়ে চিন ক্রমাগত তাঁদের সাহায্য করছে বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ।