Pakistan Crisis: ইদের আগে চরম আর্থিক সঙ্কটে পাকিস্তান, এটিএম ফাঁকা, মিলছে না টাকা

জিও নিউজ সূত্রের খবর, সরকার ৫ দিন চালিত অফিস গুলিতে ৩ দিন অর্থাৎ ২৮,২৯ ও ৩০ জুন ছুটি ঘোষণা করেছে এবং যে সমস্ত অফিসগুলিতে ৬দিন কাজ হয় সেই সব প্রতিষ্ঠানগুলোকে ৪ দিন অর্থাৎ ২৮ জুন থেকে ১লা জুলাই অবধি ছুটি আগেই ঘোষণা করেছিল

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

রাত পোহালে ঈদ আল-আধা, কিন্তু পাকিস্তানের করাচির বাসিন্দারা মুখোমুখি হয়েছে চরম আর্থিক সংকটের। গতবছর বন্যার পর থেকে দেশে অর্থসঙ্কট চলছে।বুধবার জিও নিউজ সূত্রে জানা গেছে করাচির রাস্তায় বিভিন্ন ব্যাংকের স্বয়ংক্রিয় টেলার মেশিনগুলিতে (এটিএম) নগদ ফুরিয়ে যেতে শুরু করেছে। আগামী কাল ২৯ জুন সারাদেশে ঈদ উদযাপিত হবে, কিন্তু ঈদের আগে এটিএম -এর এই সংকট গ্রাহকদের বিপদে ফেলবে  বলে তারা অভিযোগ করছেন। অর্থসঙ্কটে (Financial Crisis) ভোগা পাকিস্তানের এখন করুণ অবস্থা। সমস্যাটির মুখোমুখি হওয়া করাচির এক স্থানীয় বাসিন্দা বলেন- 'ঈদের আগে এটিএম গুলি থেকে সব টাকা ফুরিয়ে গেছে। আমরা আজ সকাল থেকে অনেকবার এটিএম পরিদর্শন করেছি কিন্তু কোথাও  নগদ নেই'।

ব্যাঙ্ক সূত্রে বলা হয়েছে যখনই ঈদ সামনে চলে আসে তখনই বাকি  গ্রাহকরা সাধারণত এটিএম কাজ করছে না বা নগদ অর্থের অভাব সম্পর্কে অভিযোগ করে। এটি সাধারণত ঘটে যখন লোকেরা কোরবানির পশু কেনার জন্য প্রচুর পরিমাণে নগদ তুলে নেয়।

এ বছর পাকিস্তানে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে, যার ফলে আরাফা পালিত হবে আজ সন্ধ্যায়। ইতিমধ্যেই সরকার জনগণের জন্য যে চার দিনের ছুটি ঘোষণা করেছে তার মধ্যে ব্যাংক পরিষেবাও অন্তর্ভুক্ত। কিন্তু তা স্বত্তেও এই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

জিও নিউজ সূত্রের খবর, সরকার ৫ দিন চালিত অফিস গুলিতে ৩ দিন অর্থাৎ ২৮,২৯ ও ৩০ জুন ছুটি ঘোষণা করেছে এবং যে সমস্ত অফিসগুলিতে ৬দিন কাজ হয় সেই সব প্রতিষ্ঠানগুলোকে ৪ দিন অর্থাৎ ২৮ জুন থেকে ১লা জুলাই অবধি ছুটি  আগেই ঘোষণা করেছিল।