Pakistan: পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে ভাই-বোনের 'ঘনিষ্ঠতা' নিয়ে প্রশ্ন, নিন্দার ঝড়
পড়াশোনার পীঠস্থান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে কীভাবে এই ধরনের নোংরা প্রশ্ন করা হয় ছেলেমেয়েদের, তা নিয়ে সরব হন নেটিজেনদের একাংশ। যদিও বিশিববিদ্যালয়ের সাফাই, এই প্রশ্নপত্র ডিসেম্বর মাসের।
ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি: এবার পাকিস্তানের (Pakistan) এক বিশ্ববিদ্যালয়ের (University)প্রশ্নপত্র ইন্টারনেটে ফাঁস হওয়ায়, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রয়েছে কমস্যাট বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভাই-বোনের সম্পর্ক নিয়ে এমন প্রশ্ন করা হয়, যা দেখে অবাক নেটিজেনরা। ভাই, বোন ফ্রান্সে ঘুরতে গিয়ে কীভাবে নিজেদের মধ্যে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন এবং তা নিয়ে পড়ুয়াদের মতামত কী, সে বিষয়ে প্রশ্ন করা হয়। কমস্যাট নামে ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালয় কীভাবে পড়ুয়াদের এই ধরনের প্রশ্ন করল, তা দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। বিষয়টি নিয়ে পাকিস্তানের অভ্যন্তরই প্রশ্ন তোলা হয়।
পড়াশোনার পীঠস্থান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে কীভাবে এই ধরনের নোংরা প্রশ্ন করা হয় ছেলেমেয়েদের, তা নিয়ে সরব হন নেটিজেনদের একাংশ। যদিও বিশিববিদ্যালয়ের সাফাই, এই প্রশ্নপত্র ডিসেম্বর মাসের।
শুধু তাই নয়, যে শিক্ষক এই প্রশ্ন করেন, তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হয়েছে। শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করলে কি তাঁর নোংরা মানসিকতা কিংবা অপরাধ মাফ হয়ে যায় বলেও প্রশ্ন তোলেন অনেকে।