Pakistan Blast: মাথায় হেলমেট, মুখে মাস্ক, পাকিস্তান পুলিশের পোশাকে বিস্ফোরণ আত্মঘাতী জঙ্গির
খাইবার পাখতুনওয়ার পুলিশ আধিকারিক মোয়াজ্জম জাহ আনসারি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে নিরাপত্তায় খামতির কথা স্বীকার করে নেন। তিনিই জানান, বিস্ফোরণের পর যে পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগিয়েছে, তাতেই জানা যায়, আত্মঘাতী জঙ্গি পুলিশের পোশাকে ঘটনাস্থলে হাজির হয়।
ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি: ৩০ জানুয়ারি মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে ওঠে পাকিস্তানের (Pakistan) পেশোয়ার (Peshawar)। পেশোয়ারে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের জেরে পরপর ১০০ জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত মিলছে। আহত বহু। পেশোয়ারে যে আত্মঘাতী বিস্ফোরণ হয়, সেই জঙ্গি পুলিশের পোশাকে ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের পোশাক পরে মসজিদ সংলগ্ন এলাকায় হাজির হতেই বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি। পুলিশ সূত্রে মিলছে এমন খবর। খাইবার পাখতুনওয়ার পুলিশ আধিকারিক মোয়াজ্জম জাহ আনসারি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে নিরাপত্তায় খামতির কথা স্বীকার করে নেন। তিনিই জানান, বিস্ফোরণের পর যে পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগিয়েছে, তাতেই জানা যায়, আত্মঘাতী জঙ্গি পুলিশের পোশাকে ঘটনাস্থলে হাজির হয়।
আরও পড়ুন: Pakistan Blast: পেশোয়ার মসজিদ বোমা বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার আরও ৯ টি মৃতদেহ
আনসারির কথায়, বিস্ফোরণের পর সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ উঠে এসেছে সেখানে দেখা যায়, বিস্ফোরণের আগে হেলমেট এবং মাস্ক পরে পুলিশ লাইন দিয়ে মোটরবাইকে বেরিয়ে যায় ওই ব্যক্তি। তারপর বাইক পার্ক করে, মসজিদের দিকে হেঁটে যেতে দেখা যায় ওই জঙ্গিকে।
পেশোয়ারে যে ভয়াবহ বিস্ফোরণ হয়, তার জন্য নিরাপত্তায় বিপুল খামতি ছিল বলে পুলিশ স্বীকার করে নিয়েছে।