Pakistan Attacks Afghanistan: আফগানিস্তানের পাকতিকা, খোস্ত প্রদেশে হামলা পাকিস্তানের, নিহত ৮
সোমবার ভোর ৩টে নাগাদ আফগানিস্তানের পাকতিকা এবং খোস্ত প্রদেশে হামলা চালায় শেহবাজ শরিফের দেশ। যার জেরে পরপর ৮ জনের মৃত্যু হয় বলে দাবি আফগানিস্তানের।
এবার আফগানিস্তানে হামলা শুরু করল পাকিস্তান (Pakistan)। আফগানিস্তানের (Afghanistan) পাকতিকা এবং খোস্ত প্রদেশে হামলা চালায় পাকিস্তানি সেনা। পাকিস্তানের হামলার জেরে পরপর ৮ জনের মৃত্যু হয় বলে খবর। পাক হামলায় যে ৮ জনের মৃত্যু হয়, তাঁরা প্রত্যেকে সাধারণ মানুষ বলে দাবি তালিবানের। পাক সেনার হামলার পরপরই তালিবান পালটা হানাদারি চালায় দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। সোমবার ভোর ৩টে নাগাদ আফগানিস্তানের পাকতিকা এবং খোস্ত প্রদেশে হামলা চালায় শেহবাজ শরিফের দেশ। যার জেরে পরপর ৮ জনের মৃত্যু হয় বলে দাবি আফগানিস্তানের। তবে হামলার পর এ বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামের যে জঙ্গি সংগঠন রয়েছে, তাদের খোঁজেই পাক সেনা হামলা চালায় বলে রিপোর্টে প্রকাশ।
গত ১৬ মার্চ পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে হামলা চালায় টিটিপি। যার জেরে ৭ পাক সেনা নিহত হয় বলে খবর। ১৬ মার্চের ওই ঘটনার একদিনের মধ্যে এবার আফগানিস্তানে টিটিপির খোঁজে পালটা হামলা চালায় পাকিস্তানি সেনা।