Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিষিদ্ধ
ARY News বরাবরই ইমরান খানপন্থী হিসেবে পরিচিত। তবে রবিবারের ওই সিদ্ধান্তের পর পাকিস্তানের ৭০ বছরের রাজনীতিবিদের কোনও বক্তব্য আর প্রচার করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
ইসলামাবাদ, ৬ মার্চ: ইমরান খানের (Imran Khan) কোনও বক্তব্যের সম্প্রচার করা হবে না। এবার এমনই সিদ্ধান্ত নিল পাকিস্তানের (Pakistan) জনপ্রিয় সংবাদমাধ্যম ARY News। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও বক্তব্য সে দেশের সংবাদমাধ্যমে সম্প্রচারিত হবে না। রবিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের মিডিয়া রেগুলেটরের তরফে। রবিবারের ওই সিদ্ধান্তের পর ARY News জানিয়ে দেয়, এবার থেকে পিটিআই প্রধানের কোনও বক্তব্যের সম্প্রচার তারা করবে না। প্রসঙ্গত ARY News বরাবরই ইমরান খানপন্থী হিসেবে পরিচিত। তবে রবিবারের ওই সিদ্ধান্তের পর পাকিস্তানের ৭০ বছরের রাজনীতিবিদের কোনও বক্তব্য আর প্রচার করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: Pakishan: ইমরান খানকে গ্রেফতারের নোটিশ পাক প্রশাসনের
এদিকে পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে। সরকারের উপহার হিসেবে পাওয়া সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তিনি, এমনটাই অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে এবার পুলিশ নোটিশ পৌঁছে যায়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে পাকিস্তান জুড়ে।