Pakistan: নির্বাচনের ঠিক ৩ দিন আগে জঙ্গি হামলা থানায়, পাকিস্তান কাঁপছে আতঙ্কে
সূত্রের খবর, সোমবার ভোর ৩টে নাগাদ পাকিস্তানের দেরা ইসমাইল থানা এলাকায় হামলা চলে। দেরা ইসমাইল এলাকার ওই থানায় গ্রেনেড, গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। যার জেরে ওই তানার ১০ পুলিশ কর্মীর মৃত্যু হয়।
দিল্লি, ৫ ফেব্রুয়ারি: ফের জঙ্গি হামলা পাকিস্তানে (Pakistan)। সোমবার পাকিস্তানের দেরা ইসমাইল খান এলাকার একটি থানায় হামলা চালায় জঙ্গিরা। যার জেরে পরপর ১০ পুলিশ কর্মীর মৃত্য়ু হয়। আহত হন আরও ৬ জন। আগামী ৮ জানুয়রি পাকিস্তানে সাধারণ নির্বাচন। সাধারণনির্বাচনের ৩ দিন আগে পাকিস্তানের থানায় হামলার জেরে ফের চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।
সূত্রের খবর, সোমবার ভোর ৩টে নাগাদ পাকিস্তানের দেরা ইসমাইল থানা এলাকায় হামলা চলে। দেরা ইসমাইল এলাকার ওই থানায় গ্রেনেড, গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। যার জেরে ওই তানার ১০ পুলিশ কর্মীর মৃত্যু হয়। আহত হন আরও ৬ জন। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। যদিও পাকিস্তানের ওই থানায় হামলার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Iran Attacks Pakistan: পাকিস্তানে প্রবেশ করে হামলা ইরানের, মৃত্যু, উষ্মা ইসলামাবাদের
প্রসঙ্গত গত কয়েকদিন ধরে খাইবার পাখতুনওয়া এবং বালোচিস্তানে ক্রমাগত হামলা বাড়তে শুরু করেছে। ফলে ওই এলাকায় বাড়তে শুরু করেছে অস্থিরতা।