No-Trust Motion Against Imran Khan: সোমবার পর্যন্ত মুলতবি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, গদি বাঁচাতে আরও কিছুটা সময় পেলেন ইমরান খান
২৮ মার্চ সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির (Pakistan National Assembly Session) অধিবেশ। ওইদিনই ইমরান খান (Imran Khan) সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে (No-Confidence Motion) ভোটাভুটি হবে বলে জানা যাচ্ছে। স্পিকার আসাদ কায়সার (Speaker Asad Qaiser) সংসদীয় ঐতিহ্য উল্লেখ করে অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করেন বলে জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যমগুলি। শুক্রবারের অধিবেশন মুলতবি ঘোষণার আগে কায়সার বলেন, "এর আগে, সাংসদ সদস্যদের মৃত্যুর কারণে ২৪ বার অধিবেশন স্থগিত করা হয়েছে।"
ইসলামাবাদ, ২৫ মার্চ: ২৮ মার্চ সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির (Pakistan National Assembly Session) অধিবেশ। ওইদিনই ইমরান খান (Imran Khan) সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে (No-Confidence Motion) ভোটাভুটি হবে বলে জানা যাচ্ছে। স্পিকার আসাদ কায়সার (Speaker Asad Qaiser) সংসদীয় ঐতিহ্য উল্লেখ করে অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করেন বলে জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যমগুলি। শুক্রবারের অধিবেশন মুলতবি ঘোষণার আগে কায়সার বলেন, "এর আগে, সাংসদ সদস্যদের মৃত্যুর কারণে ২৪ বার অধিবেশন স্থগিত করা হয়েছে।"
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশ করে। ৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খান সরকারের কমপক্ষে ১৭২ সদস্যর সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই (Pakistan Tehreek-e-Insaf)-র সদস্য ১৫৫ জন। অন্য দলের ১৭ জন সদস্যের সমর্থনে সরকার চালাচ্ছিলেন তিনি। আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইজিয়াম শহরের দখল নিল রুশ বাহিনী
যদিও সেই সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর। ইমরানের নিজের দলেরও বেশ কয়েকজন সাংসদ বিরোধীদের পাশে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা ইমরানের পক্ষে কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।