Ambani Wedding: আম্বানিদের বিলাসবহুল বিয়ে নিয়ে কটাক্ষ, সহ-অভিনেতাদের একহাত পাকিস্তানি অভিনয় শিল্পীর
দিল্লি, ২২ জুলাই: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের (Anant Ambani-Radhika Merchant) বিলাসবহুল বিয়ের পর এবার আম্বানিরা লন্ডনে (London) উড়ে গিয়েছেন। লন্ডনে আম্বানিদের দ্বিতীয় উৎসব পর্ব বিয়ে উপলক্ষ্যে চলছে বলে খবর। চলতি বছরের মার্চ মাস থেকে আম্বানিদের কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। জুলাইতে অনন্ত-রাধিকা সাতপাকে বাঁধা পড়েন। যা নিয়ে জোরদার কটাক্ষ করেন বেশ কয়েকজন পাকিস্তানি (Pakistani Actor) অভিনেতা। যাঁদের মধ্যে অন্যতম আরসালান নাসির।
আরও পড়ুন: Salman Khan Video: কিমকে দেখে চোখের পলক পড়ল না সলমনের? দেখুন ভিডিয়ো
আরসালান কটাক্ষের সুরে বলেন, যতদিন ধরে আম্বানিদের বিয়ের অনুষ্ঠান চলছে, ততদিন তো এখন অনেকের সম্পর্কও টেকে না। আরসালানের পাশাপাশি পাকিস্তানের আরও বেশ কিছু অভিনেতা অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে কটাক্ষ করেন। যা শুনে এবার পালটা মন্তব্য করলেন নাউমান ইজাজ।
নিজের সহকর্মীদের উদ্দেশে কী লিখলেন পাকিস্তানি অভিনেতা দেখুন...
View this post on Instagram
নিজের সোশ্যাল হ্যান্ডেলে নাউমান বলেন, আম্বানিদের ইচ্ছে হয়েছে, তাঁরা বিয়ে উদযাপন করছেন। এতে কারও কিছু বলার নেই। যাঁদের ইচ্ছে নেই তাঁরা আম্বানিদের বিয়ে দেখবেন না। প্রয়োজন নেই। তাই বলে আম্বানিদের কটাক্ষ করারও প্রয়োজন নেই। আপনিও যাতে একদিন আম্বানিদের মত হতে পারেন। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করুন বলে সহঅভিনেতাদের কটাক্ষ করেন পাকিস্তানি নাউমান।