Package Addressed To Trump containing Ricin Intercepted: বিষাক্ত রিচিনের প্যাকেট পাঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায়
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঠিকানায় বিষাক্ত রিচিনের (Ricin) প্যাকেট পাঠানো হয়েছিল। তবে সেটা ট্রাম্পের কাছে যাওয়ার আগেই সেটি শনাক্ত করে ফেলে আইন প্রয়োগকারী বাহিনী। ওই প্যাকেটটিকে ২ বার পরীক্ষা করা হয়। প্রতিবারই বিষাক্ত রিচিনের উপস্থিতি টের পাওয়া গেছে। ট্রাম্পের নামে এই প্যাকেটটি এসেছে কানাডা থেকে। তবে কে ওই প্যাকেট পাঠালো সেটা খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে।
ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর: অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঠিকানায় বিষাক্ত রিচিনের (Ricin) প্যাকেট পাঠানো হয়েছিল। তবে সেটা ট্রাম্পের কাছে যাওয়ার আগেই সেটি শনাক্ত করে ফেলে আইন প্রয়োগকারী বাহিনী। ওই প্যাকেটটিকে ২ বার পরীক্ষা করা হয়। প্রতিবারই বিষাক্ত রিচিনের উপস্থিতি টের পাওয়া গেছে। ট্রাম্পের নামে এই প্যাকেটটি এসেছে কানাডা থেকে। তবে কে ওই প্যাকেট পাঠালো সেটা খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে।
কানাডার জন নিরাপত্তা মন্ত্রকের প্রধান মুখপাত্র ম্যারি-লিজ পাওয়ার জানিয়েছেন, এই ঘটনায় তারা অ্যামেরিকার তদন্ত সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। এই ঘটনার পর হোয়াইট হাউসের (White House) ঠিকানায় পাঠানো সকল পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কোনও পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া হোয়াইট হাউজে ঢুকবে না। এমনিতেই হোয়াইট হাউসের জন্য পাঠানো সমস্ত চিঠি হোয়াইট হাউসে পৌঁছানোর আগে একটি অফিসে বাছাই এবং পরীক্ষা করা হয়। আরও পড়ুন: Ruth Bader Ginsburg Dies at 87: প্রয়াত মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ ওরফে আরবিজি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭
রিচিন হল এক অতি বিষাক্ত পদার্থ যা ক্যাস্টর বিনস থেকে নেওয়া হয়। সন্ত্রাসবাদী আক্রমণে ব্যবহৃত হয়। এটি পাউডার, পেললেট বা অ্যাসিড আকারে ব্যবহার করা যেতে পারে। যদি কেউ রিচিন খেয় নেয় তবে এটি পেটের যন্ত্রণা ও বমি হতে থাকবে। এছাড়াও অভ্যন্তরীণ রক্তক্ষরণ, লিভার, প্লীহা এবং কিডনি ফেল করতে পারে। রক্ত সঞ্চালন সিস্টেম ফেল করার ফলে মৃত্যুও হতে পারে।