France 'Terror' Attack: ফ্রান্সে প্রকাশ্যে রাস্তায় গলা কেটে খুন মহিলাকে, নটর দাম গির্জার কাছে নিহত আরও ২
প্রকাশ্য রাস্তায় এক মহিলার গলা কেটে খুন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের নিসের খ্যাতনামা নটর দাম গির্জার (Notre-Dame basilica in Nice) কাছে। ওই মহিলার পাশাপাশি আরও দু'জনকে ধারাল অস্ত্রের আঘাতে গলা কেটে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টায়।
ফ্রান্স, ২৯ অক্টোবর: প্রকাশ্য রাস্তায় এক মহিলার গলা কেটে খুন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের নিসের খ্যাতনামা নটর দাম গির্জার (Notre-Dame basilica in Nice) কাছে। ওই মহিলার পাশাপাশি আরও দু'জনকে ধারাল অস্ত্রের আঘাতে গলা কেটে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টায়।
রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ জড়িয়ে রয়েছে, তা তদন্ত খুঁটিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিসের মেয়র ক্রিশ্চিয়ানা এস্ত্রোসি এই ঘটনাটি সম্পর্কে টুইট করেন। তিনি সরাসরি ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তুলনা করেছেন। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে ঠিক এই মাসেই নাশকতা হামলার শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ক্রোধের মুখে পড়তে হয় । এই বিষয়টি স্কুল পড়ুয়াদের পড়াতে গিয়ে খুন হতে হয় ফ্রান্সের এক স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে।