Pakistan Polio Case: পাকিস্তানে ফের পোলিও আক্রান্ত শিশুর সন্ধান

একটা সময় দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল পাকিস্তান। সেই পাকিস্তানেই আরও এক পোলিও আক্রান্তের খোঁজ মিলল। বালুচিস্তানের পিশিনে ৩০ মাসের এক ছেলে শিশুর দেহে মিলল পোলিও ভাইরাস।

Polio Day 2024 (Photo Credits: ANI)

বালুচিস্তান, ২৮ সেপ্টেম্বর:  একটা সময় দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল পাকিস্তান। সেই পাকিস্তানেই আরও এক পোলিও আক্রান্তের খোঁজ মিলল। বালুচিস্তানের পিশিনে ৩০ মাসের এক ছেলে শিশুর দেহে মিলল পোলিও ভাইরাস। চলতি বছর পাকিস্তানে এটি নিয়ে মোট ২৪ জন শিশু পোলিও-য় আক্রান্ত তা জানা গেল।

শুধুমাত্র বালুচিস্তানেই ১৫ জন শিশুর পোলিওয়ে আক্রান্ত হওয়া নিশ্চিত করেছে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক। সিন্ধে ৪টি, কেপি, পঞ্জাব এবং ইসলামাবাদে ১টি করে পোলিও ভাইরাস পজেটিভের কেস এসেছে। ভারতে যেখানে পোলিও টিকাকরণ কর্মসূচি দারুণ সফলতার সঙ্গে কাজ করেছে, সেখানে পাকিস্তানে তা সরকারের উদ্যোগ ও জনসেচতনার অভাবে বেশ কিছু প্রদেশে মুখথুবড়ে পড়েছে।

পাকিস্তানে ফের পোলিও কেস

প্রসঙ্গত, পাকিস্তান আর আফগানিস্তান বিশ্বের দুটি মাত্র দেশ যেখানে পোলিও আতঙ্কের জায়গায় রয়ে গিয়েছে বলে WHO জানিয়েছে। অকে চেষ্টা করেও এই দুটি দেশে পোলিও নিমরর্মুল টিকাকরণ কর্মসূচি সফল করা যাচ্ছে না। ক মাস আগে যুদ্ধবিধ্বস্ত গাজাতেও পোলিও আক্রান্ত শিশুর সন্ধান মিলেছিল। এরপর যুদ্ধ থামিয়ে গাজায় টিকাকারণ শুরু করেছিল WHO। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে হু। ভারতে শেষবার পোলিও আক্রান্তের কেস আসে ২০১১ সালের জানুয়ারিতে।



@endif