Oil Tanker Capsize in Oman: ওমানে ডুবন্ত তেলের ট্যাঙ্কার থেকে ৮ ভারতীয়কে উদ্ধার INS তেগের, বাকিদের খোঁজে অব্যাহত তল্লাশি

ওমানে তেলের ট্যাঙ্কার ডোবার এবং সেখানে ৪ জন ভারতীয়র থাকার খবর পেতেই নৌবাহিনীর আইএনএস তেগ উদ্ধার কাজের উদ্দেশে রওনা দেয়। ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কারের খোঁজে তল্লাশি শুরু করে আইএনএস তেগ।

INS Teg Rescue Indians.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৮ জুলাই: ওমানে (Oman) যে তেলের ট্যাঙ্কার ডুবে যায়, সেখান থেকে ৮ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্কারে থাকা এক ভারতীয় ক্রুর দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। যে ভারতীয়দের সাবধানে উদ্ধার করা হয়েছে ডুবন্ত তেলের ট্যাঙ্কার (Oil Tanker Capsize in Oman) থেকে,তাঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরপে গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে ওই ট্যাঙ্কারে যে ভারতীয় (Indian) ক্রুরা ছিলেন, তাঁদের প্রত্যেকের পরিবারের সঙ্গেও সমানে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার।

ওমানে তেলের ট্যাঙ্কার ডোবার এবং সেখানে ৪ জন ভারতীয়র থাকার খবর পেতেই নৌবাহিনীর আইএনএস তেগ (INS Teg) উদ্ধার কাজের উদ্দেশে রওনা দেয়। ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কারের খোঁজে তল্লাশি শুরু করে আইএনএস তেগ। গত ১৫ জুলাই ওমানের সীমানার মধ্যে থাকা প্রেসটিজ ফ্যালকন নামের ওই তেলের ট্যাঙ্কারের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে সেখান থেকে পরপর ৮ ভারতীয়কে উদ্ধার করে নৌবাহিনী। সেই সঙ্গে ১ ভারতীয়র দেহও উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি এখনও অব্যাহত।

আরও পড়ুন: Oil Tanker Capsize in Oman: তেলের ট্যাঙ্কার ডুবল ওমানে, সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয়, চলছে ১৬ জনের খোঁজ

রিপোর্টে প্রকাশ, 'প্রেসটিজ ফ্যালকন' নামের ওই ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয়র পাশাপাশি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাঁদেরও কোনও খোঁজ মিলছে না। ফলে ১৬ জনের খোঁজে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি।



@endif