Oil Tanker Capsize in Oman: তেলের ট্যাঙ্কার ডুবল ওমানে, সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয়, চলছে ১৬ জনের খোঁজ

'প্রেসটিজ ফ্যালকন' নামের ওই ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয়র পাশাপাশি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাঁদেরও কোনও খোঁজ মিলছে না। ফলে ১৬ জনের খোঁজে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি।

Oil Tanker Capsize.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ১৭ জুলাই: ওমানে (Oman) ডুবল তেলের ট্যাঙ্কার। যার জেরে ট্যাঙ্কারে থাকা ১৬ জনের নিখোঁজের খবর মিলছে। ডুবন্ত তেলের ট্যাঙ্কার থেকে যে ১৬ জন নিখোঁজ, তাঁদের মধ্যে ১৩ ভারতীয় (Indian) রয়েছেন বলে খবর। ওমানের উলায়াত ড্যাম থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ডুবে যায় তেলের ট্যাঙ্কার (Oil Tanker Capsize)। ওমানের উপকূলরক্ষী বাহিনীর তরফে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করা হয়। যা জেরে জানা যায়, ওই তেলের ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয় ছিলেন।

রিপোর্টে প্রকাশ, 'প্রেসটিজ ফ্যালকন' নামের ওই ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয়র পাশাপাশি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাঁদেরও কোনও খোঁজ মিলছে না। ফলে ১৬ জনের খোঁজে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি।

ইয়েমেনের এডেন বন্দর থেকে ওই তেলের ট্যাঙ্কারটি যাত্রা শুরু করে। দুবাইয়ের (Dubai) হামরিয়া বন্দরে সেটির পৌঁছনোর কথা ছিল। তার আগেই তেলের ট্যাঙ্কারটি ডুবে যাওয়ায় ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর মিলছে।