COVID 19: আইসিইউতে গান, করোনা আক্রান্তের মনের জোর বাড়াতে অন্য ভূমিকায় নার্স

গান গাইছেন নার্স

কানাডা, ৩০ এপ্রিল: 'তুমি একা নও।' আইসিইউতে ভর্তি রোগীর (Patient) মনের জোর বাড়াতে এমনই গান গাইলেন হাসপাতালের (Hospital) এক নার্স। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

কানাডার ওট্টাওয়া হাসপাতালে সম্প্রতি করোনায় (COVID 19) আক্রান্ত এক রোগীকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা যায়। জটিল ওই রোগীর মনোবল যাতে ভেঙে না পড়ে, তার জন্য গান গাইতে শুরু করেন হাসপাতালের কর্তব্যরত নার্স (Nurse) অ্যামি লিন।

আরও পড়ুন:  COVID-19: স্ত্রীর গয়না বিক্রি করে অটোকে পালটে ফেললেন অ্যাম্বুলেন্স, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

দেখুন..

 

অ্যামি লিনের ওই ভিডিয়ো দেখে নেট জনতা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। হাসপাালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খুব বেশিদিন হয়নি অ্যামি লিন নামের ওই নার্সকে তাঁরা আইসিইউয়ের দায়িত্বে দিয়েছেন। আইসিইউতে কাজ করার সময় রোগীদের মনোবল বাড়াতে প্রায়শই গান গাইতে দেখা যায় অ্যামি লিনকে। রোগী এবং তাঁর পরিবারের আত্মীয়দের মনোবল জোগাতেই অ্যামির ওই ভিডিয়ো শেয়ার করা হয় হাসপাতালে কর্তৃপক্ষের তরফে।