Pink Sky Over Australia: আকাশের রং গাঢ় গোলাপী, 'অ্যালিয়েন আতঙ্কে' শঙ্কায় অস্ট্রেলিয়ার শহর

মিলডুরায় একটি গাঁজা অর্থাৎ মাদক প্রেসেসিংয়ের কোম্পানি রয়েছে। একটি ওষুধের কোম্পানির অধীনেই সেখানে কাজকর্ম চলে।

Pink Sky (Photo Credit: Twitter)

মেঘলা আকাশ হঠাৎ করে গোলাপী (Pink) হয়ে যায়। আকাশের রং কীভাবে গোলাপী হয়ে গেল, তা নিয়ে শোরগোল ছড়ায় অস্ট্রেলিয়ার (Australia) মিলডুরা শহরে। অ্যালিয়েন না কি অন্য কোনও মহাজাগতিক ঘটনা, যার জেরে মিলডুরার আকাশ গোলাপী বর্ণ ধারণ করে? এমন প্রশ্ন উছতে শুরু করেছে ছবি ছড়াতেই। সেই সঙ্গে রহস্য দানা বাঁধতে শুরু করে। কিন্তু মিলডুরার আকাশ গোলাপী বর্ণ ধারণের পিছনে যে সত্যি উঠে আসে, তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও।

জানা যায়, মিলডুরায় একটি গাঁজা (Cannabis farm ) অর্থাৎ মাদক প্রেসেসিংয়ের কোম্পানি রয়েছে। একটি ওষুধের কোম্পানির অধীনেই সেখানে কাজকর্ম চলে। ক্যান গ্রুপ নামে ওই কোম্পানির বিভিন্ন ধরনের কাজের জেরেই রসায়নিক বিক্রিয়ায় ওই চত্বরের আকাশের রং গোলাপী হতে শুরু করে।

আরও পড়ুন: Bomb Threat: যাত্রীর ব্যাগে 'বোমা', খবর ছড়াতেই ইন্ডিগোর বিমান তড়িঘড়ি নামল পাটনায়, হুলুস্থূল

মিলডুরা শহরের ওই অদ্ভুদ গোলাপী রঙা আকাশের ছবি প্রকাশ্যে আসতেই তা হু হুব করে ভাইরাল হয়ে যায়।



@endif